ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চকবাজার থেকে ৫০০ কারখানা স্থানান্তর করা হবে: তাপস

প্রকাশিত: ১২:৫৫, ১৭ আগস্ট ২০২২

চকবাজার থেকে ৫০০ কারখানা স্থানান্তর করা হবে: তাপস

চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিসেম্বরের মধ্যে কবাজার থেকে অন্তত ৫০০ কারখানা ও গুদাম স্থানান্তর করা হবে। চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রেস্টুরেন্টের ভবনটি অবৈধ। কারখানা, গ্যাস, পানি লাইন কিছুরই লাইসেন্স ছিল না। 

বুধবার (১৭ আগস্ট) চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে একথা বলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র।

শেখ ফজলে নূর তাপস বলেন, ০১৮ সাল থেকে এই এলাকায় নতুন ভবনের অনুমোদন দেওয়া বন্ধ আছে।
এই এলাকাটি হবে ট্যুরিস্ট স্পট, কিন্তু এলাকাটি গুদাম, কারখানা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। চিরুনি অভিযান পরিচালনা করে এখানে অবৈধ ২ হাজার ৪০০-এর বেশি ভবন শনাক্ত করেছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ভাগ্যজনক।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিটফোর্ড হাসপাতালে গিয়ে নিহত ৬ শ্রমিকের স্বজনদের হাতে দুই লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেন। 

এর আগে সোমবার (১৫ আগস্ট) দুপুরে চকবাজারের দেবীদাস ঘাট লেনে পলিথিন ও প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।  

এমএইচ

×