ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বই ॥ সম্ভবের ডানা

প্রকাশিত: ২২:৩৭, ২৩ নভেম্বর ২০২৩

বই ॥ সম্ভবের ডানা

সম্ভবের ডানা

অমর একুশে বইমেলা ২০২৩-এ দেশের অন্যতম পাবলিকেশন্স বর্ষা দুপুর থেকে প্রবাসী কবি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সোহেল আহমদের ‘সম্ভবের ডানা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। ব্যাপক সাড়া জাগানো পাঠকপ্রিয় এই কাব্যগ্রন্থটি ২য় মুদ্রণ খুব শীঘ্রই বাজারে আসছে। প্রেম দ্রোহের কবি তার সম্ভবের ডানায় যে ম্যাসেজটি  দিয়েছেন তা নি¤েœাক্ত- ‘পৃথিবী তার কঠিন সময়ে অনুপ্রবেশ করছে, 
যুদ্ধবিগ্রহ, অন্যায়, অবিচার, দুর্নীতি আর 
স্বৈরাচারের করাল গ্রাসে আকণ্ঠ নিমজ্জিত পৃথিবীতে
একদিকে মানুষে-মানুষে, দেশে-দেশে, সীমান্তে 
বিভেদ আর সংঘাতের দেওয়াল, 
অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে?
এই যেমন যুগ যুগ ধরে বর্বর ইসরাইল 
প্যালেস্টাইনের মুসলমানদের ওপর নারকীয় তা-ব চালিয়ে যাচ্ছে, 
পবিত্র মসজিদুল আক্বসা রক্তে রঞ্জিত করছে। অথচ বিষিয়ে ওঠা পৃথিবীতে প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতায় দেখ কত ভিন্নতা! 
মানুষের দৈনন্দিন যাপিত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তি, সংসার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, ভালোবাসা, অভিমান, দ্রোহ, রাগ, দুঃখ, অধিকার এবং অধিকারহীনতা। একজন মানুষের মনের যন্ত্রণা, ব্যথা, বেদনা, আক্ষেপ, অপ্রাপ্তি, সংগ্রাম এবং অসমাপ্ত বিপ্লবের কথা বিদ্যমান সম্ভবের ডানায়। সবকিছু ছাপিয়ে পৃথিবীর এই অন্তিম সময় সম্ভবের স্বপ্নিল ডানায় ভর করে ফিরে আসুক শান্তি। প্রশস্ত হোক মানুষে মানুষে ভালোবাসা, বাসযোগ্য হয়ে উঠুক আমাদের স্বপ্নের পৃথিবী। 
শুধু মানুষের জন্য বেঁচে থাকুক পৃথিবীর ফুসফুস’। আপনার পছন্দের বই ‘সম্ভবের ডানা’ কাব্যগ্রন্থটি ঘরে বসেই পেতে পারেন রকমারি ডট কম থেকে অর্ডার করে।
আহমেদ আলী

×