ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কাঁচা আমের টক মিষ্টি শরবত

প্রকাশিত: ২০:১০, ২ জুন ২০২৪

কাঁচা আমের টক মিষ্টি শরবত

.

যা লাগবে: কাঁচা আম- ৩টা, পানি- কাপ, চিনি- কাপ, বিটলবণ- অল্প পরিমাণ (আধা চা চামচ) কাঁচামরিচ বাটা- চা চামচ, ধনেপাতা বাটা- চা চামচ।

যেভাবে করবেন: প্রথমে কাঁচা আম ছিলে ধুয়ে টুকরো করে নিতে হবে। অতঃপর টুকরোগুলোকে ব্লেন্ডারে দিয়ে সঙ্গে কাপ পানি দিতে হবে। পানি আমের টুকরোগুলোর সঙ্গে চিনি, বিটলবণ, কাঁচামরিচ বাটা, ধনেপাতা বাটা দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আমের টক মিষ্টি শরবত।

×