ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বন্ধুদের জন্য আজকে বিশেষ দিন

প্রকাশিত: ১৪:৪৭, ৩ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:৪৮, ৩ আগস্ট ২০২৫

বন্ধুদের জন্য আজকে বিশেষ দিন

ছবি: সংগৃহীত

জীবনের নানা ওঠানামায় পাশে থাকার যে অদৃশ্য প্রতিশ্রুতি, তারই নাম বন্ধুত্ব। আর এই সম্পর্ককে উদ্‌যাপন করতেই প্রতিবছর পালিত হয় ফ্রেন্ডশিপ ডে বা ‘বন্ধু দিবস’। চলতি বছর বিশ্বজুড়ে ৩ আগস্ট পালিত হচ্ছে বন্ধু দিবস।  

বন্ধু দিবসের ইতিহাস: বন্ধু দিবসের সূচনা মোটেও সহজ ছিল না। মার্কিন উদ্যোক্তা জয়েস হল ১৯৩০ সালে প্রথম এই দিনের ধারণা দেন। তিনি হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা, এবং তার লক্ষ্য ছিল আগস্টের ২ তারিখে বন্ধুরা একে অপরকে উপহার ও শুভেচ্ছা কার্ড দিয়ে এই দিন উদযাপন করবে। 

এরপর, ১৯৫৮ সালের ২০ জুলাই প্যারাগুয়ের পুয়ের্তো পিনাসকো শহরে বন্ধুদের সঙ্গে রাতের খাবারের সময় ড. র‍্যামন আর্তেমিও ব্রাচো “বিশ্ব বন্ধু দিবস” পালনের প্রস্তাব দেন। তার উদ্যোগেই গঠিত হয় ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডে’। এটি একটি সংস্থা যার লক্ষ্য ছিল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব গড়ে তোলা। এই প্রচেষ্টার ফলেই ৩০ জুলাই দিনটি প্যারাগুয়ে এবং পরে বিশ্বের বহু দেশে বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হতে শুরু করে। ২০১১ সালে, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৩০ জুলাইকে ‘আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

কেন আগস্টের প্রথম রোববার:  যদিও জাতিসংঘ ৩০ জুলাই নির্ধারণ করেছে, তবুও ভারত, বাংলাদেশ, নেপালসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ ও কিছু পশ্চিমা দেশে আগস্টের প্রথম রোববারে দিনটি উদ্‌যাপন করা হয়। এটি মূলত ১৯৯০ দশকে স্কুলকলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব দিবসকে জনপ্রিয় করে তোলে। এ দিন বন্ধুকে ফ্রেন্ডশিপ দেয়া, উপহার বিনিময়, একসঙ্গে সময় কাটানো, এবং ছোট ছোট সারপ্রাইজ পার্টির মধ্য দিয়ে দিনটি রঙিন হয়ে ওঠে। 

জীবনের দুঃখ-সুখে যেসব মুখ আমাদের পাশে থাকে, তাদের সম্মান জানানোর জন্য এই দিনটিই হতে পারে সবচেয়ে সুন্দর উপলক্ষ। 

সূত্র: এডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস 

তাসমিম

×