
ছবি: সংগৃহীত
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এখন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে কোম্পানির বিক্রয় কার্যক্রম সরাসরি তদারকি করবেন।
ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেসলার উচ্চপদস্থ কর্মকর্তা ওমিদ আফশার পদত্যাগ করার পর মাস্ক এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মাস্কের এই সিদ্ধান্তের কথা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিশ্চিত করেছেন, যাঁরা বিষয়টি ঘনিষ্ঠভাবে জানেন।
উল্লেখ্য, আফশার আগে টেক্সাসে টেসলার গিগাফ্যাক্টরির দেখভাল করতেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিক্রয় ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিদায়ের পর বিক্রয় বিভাগে এই পরিবর্তন এল।
বিশ্বজুড়ে বিক্রয় ও প্রতিযোগিতার চাপের মুখে টেসলা যেভাবে নেতৃত্ব পুনর্গঠন করছে, এটি তারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: রয়টার্স
এম.কে.