
ছবিঃ সংগৃহীত
লাজুক স্বভাবের মানুষদের অনেক সময় ভুল বোঝা যায়। তারা চুপচাপ থাকলেই অন্যরা ভাবেন, কিছু একটা গোপন করছে।” অথচ সত্যি কথা হলো, লাজুক মানেই ‘অবিশ্বাসযোগ্য’ নয়।
তবে কিছু আচরণ এমন হয়, যেগুলো আমাদের না জেনেই অন্যদের মনে সন্দেহ তৈরি করে। চলুন জেনে নিই এমন ৮টি আচরণ যা লাজুক মানুষদের ভুলভাবে তুলে ধরে।
১. সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা
একটা কথোপকথনের প্রতিটি শব্দ বা হাবভাব নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকলে আপনি ‘অলস’ বা ‘অলক্ষ্যকারী’ মনে হতে পারেন।
২. চোখে চোখ না রাখা
চোখে চোখ রেখে কথা না বললে অনেকেই ধরে নেয় আপনি কিছু লুকাচ্ছেন। বাস্তবে আপনি শুধু নার্ভাস।
৩. আস্তে বা কম কথা বলা
শান্ত স্বরে কথা বললে অনেক সময় মনে হয় আপনি আত্মবিশ্বাসহীন বা কিছু গোপন করছেন।
৪. দেহভাষা অসামঞ্জস্যপূর্ণ
বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনার কথার সঙ্গে না মেলে, মানুষ বিভ্রান্ত হয় এবং অবিশ্বাস করে।
৫. সবকিছুর সঙ্গে একমত হওয়া
সবকিছুর হ্যাঁ বললে মানুষ ভাবে আপনি মেকি বা সুযোগসন্ধানী।
৬. অপ্রয়োজনে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য দেওয়া
নিজেকে মেলে ধরতে গিয়ে অনেক সময় এমন কিছু শেয়ার করা হয়, যা সন্দেহ তৈরি করতে পারে।
৭. সামাজিকতা এড়িয়ে চলা
বারবার মিটিং, গেট-টুগেদার এড়িয়ে গেলে মানুষ ভাবে আপনি রহস্যময় বা গোপন কিছু করছেন।
৮. আবেগ প্রকাশে কৃপণতা
নিজের অনুভূতি না দেখালে অনেকে ভাবেন আপনি ঠান্ডা বা অসত্।
লাজুক হওয়াটা দোষ নয়। কিন্তু যদি আপনার কিছু অভ্যাস অন্যদের মনে ভুল বার্তা দেয়, তবে নিজেকে একটু একটু করে বদলানো জরুরি। আত্মবিশ্বাস বাড়ান, চোখে চোখ রেখে কথা বলুন, আর সময় দিন নিজেকে।
সূত্রঃ হ্যাকস্পিরিট
আরশি