ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

যে ৫ উপায়ে গাছের যত্ন নেবেন শীতকালে

প্রকাশিত: ০৯:৫৩, ৬ ডিসেম্বর ২০২৪

যে ৫ উপায়ে গাছের যত্ন নেবেন শীতকালে

শীতে প্রকৃতি শুষ্ক থাকে। এর প্রভাব সব কিছুর উপরই পড়ে। বাসার ছাদে বা বারান্দার টবে রাখা গাছগুলো এ সময় শীতেও জীর্ণ হয়ে যেতে পারে। তাই নিয়মিত যত্ন নিতে হবে। এই শীতে গাছের যত্ন কীভাবে নেবেন এমন পাঁচটি উপায় হলো-

১. শীতকালে বাগানের যত্ন নেওয়ার ক্ষেত্রে তিনটি প্রধান উপকরণ হলো পানি, মাটি ও সূর্যের আলো। আবার শীত বা ঠান্ডার কারণে গাছে বেশি পানি দেওয়াও ঝুঁকিপূর্ণ। গাছ সুস্থ সবল রাখতে নানা রকম পুষ্টিরও জোগান দেওয়া চাই। 

২. নতুন গাছ বা গাছের চারা কিনে সঙ্গে সঙ্গে টবে বসানো উচিত নয়। কারণ এতে করে গাছের চারা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রথমে টবে অর্ধেক মাটি ভরে সদ্য আনা গাছের চারা পুঁতে দিন। এসব শুকিয়ে যাওয়া ঝরা পাতা গাছের গোড়া থেকে সরিয়ে ফেলতে হবে। এতে গাছটি দেখতেও সুন্দর লাগবে ।

৩. গাছ টবে বসানোর পর গাছের পুষ্টি হিসেবে মাটিতে ভার্মি কম্পোস্ট, জৈব সার, খৈল এসব দিতে পারেন। এ ছাড়া বাড়িতেই কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা, লেবুর খোসা, ডিমের খোসা, সবজির খোসা টানা কয়েক দিন পচিয়ে সার বানিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। 

৪. শীতে গাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। কারণ প্রকৃতিতে শীত বা ঠান্ডা থাকায় রাতের দিকে কুয়াশায় গাছ ও গাছের গোড়া ভেজা থাকে, তাই দিনে একবার পানি দেওয়ায় ভালো। গাছের গোড়ার মাটি আর্দ্রতা হারাবে না। কোনো কোনো গাছ অতিরিক্ত ঠান্ডায় মরে যায়। খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন পানি না জমে। অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্য ভালো নয়।

৫. শীতকালে গাছে বিভিন্ন ধরনের ছত্রাক ও পোকা বাসা বাঁধতে পারে। তাই পোকামাকড় ও ছত্রাক এড়াতে প্রাকৃতিক কিছু উপকরণ ব্যবহার করে সেগুলো তাড়াতে পারেন। রসুন, হলুদের গুঁড়া, নিমের তেল, ভিনেগার, কমলার খোসাসহ নানান প্রাকৃতিক উপাদানেই মিলবে পোকামাকড়ের আক্রমণ থেকে মুক্তি। 


 

এসআর

×