ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

পেইন কিলারে চটজলদি আরাম, তবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

প্রকাশিত: ২০:০৬, ১৩ নভেম্বর ২০২৪

পেইন কিলারে চটজলদি আরাম, তবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

ব্যথানাশক বা পেইন কিলার ওষুধের অতিরিক্ত ব্যবহার কি আপনার পাকস্থলী ও কিডনির ক্ষতি করছে?

বিশ্বজুড়ে ব্যথানাশক ওষুধ অন্যতম প্রচলিত ওষুধ। প্রায়ই এটি দ্রুত আরাম দেয় মাথাব্যথা, পেশী ব্যথা এবং দীর্ঘস্থায়ী ব্যথাজনিত অবস্থায়। কিন্তু এগুলোর অতিরিক্ত বা ভুল ব্যবহার পাকস্থলী এবং কিডনির ক্ষতি করতে পারে।

ব্যথানাশক ওষুধের ধরন: ব্যথানাশক ওষুধ মূলত দুটি ক্যাটেগরিতে বিভক্ত: নন-স্টেরয়ডাল এন্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস (NSAIDs) এবং ওপিওইড। NSAIDs প্রদাহ কমায় এবং শরীরে ব্যথার সংকেতগুলোকে বাধা দেয়। ওপিওইড স্নায়ুতন্ত্রের মাধ্যমে তীব্র ব্যথা দূর করে, তবে এর আসক্তি এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেশি।

ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার পাকস্থলীতে প্রদাহ, ক্ষত, গ্যাস্ট্রাইটিস বা আলসার সৃষ্টি করতে পারে। পাশাপাশি, কিডনিতে রক্তপ্রবাহ কমে গেলে কিডনি সমস্যাও বাড়তে পারে। তাই, অতিরিক্ত ব্যথানাশক সেবনে সতর্ক থাকতে হবে।

নাহিদা

×