ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কাঁঠালের রসের পায়েস

প্রকাশিত: ২০:৫০, ১১ আগস্ট ২০২৪

কাঁঠালের রসের পায়েস

.

যা লাগবে : পাকা কাঁঠালের রস- ১ কাপ, চাল- ১/২ কাপ, দুধ- ১ লিটার, চিনি- ১/২ কাপ (স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন), এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ, ঘি- ১ টেবিল চামচ, কাজু বাদাম (কুচি করে কাটা)- ১/৪ কাপ, কিশমিশ- ১/৪ কাপ, হলুদ ফুড কালার- ২/৩ ফোঁটা

যেভাবে করবেন : প্রথমে চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুনএকটি বড় পাত্রে দুধ গরম করতে বসানদুধ ফুটে উঠলে এতে ভিজানো চাল যোগ করুন এবং অল্প আঁচে রান্না করতে থাকুনমাঝে মাঝে নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায়চাল সিদ্ধ হয়ে গেলে এবং দুধ কিছুটা কমে এলে, চিনি যোগ করুন এবং ভালোভাবে মিশানচিনি গলে গেলে পায়েস ঘন করুন এবং নাড়ুনএরপর, কাঁঠালের রস যোগ করুন এবং আরও কিছুক্ষণ রান্না করুন, যতক্ষণ না কাঁঠাল ভালোভাবে মিশে যায়পায়েস ঘন ও ক্রিমি হয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে মিশানদু/তিন ফোঁটা হলুদ ফুডকালার দিয়ে নেড়ে নামিয়ে রাখুনঅন্য একটি প্যানে ঘি গরম করে তাতে কাজুবাদাম এবং কিশমিশ ভেজে নিনভাজা কাজুবাদাম এবং কিশমিশ পায়েসে যোগ করুন এবং ভালোভাবে মিশানপায়েস সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন এবং ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন

×