ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

উত্তরায় লা রিভের ফ্ল্যাগশিপ

প্রকাশিত: ২১:৪০, ৯ জুন ২০২৪

উত্তরায় লা রিভের ফ্ল্যাগশিপ

.

আনন্দঘন পরিবেশে উত্তরায় উদ্বোধন হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভের অন্যতম গ্র্যান্ড ফ্ল্যাগশিপ স্টোর। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেছেন, ‘উওরায় লা রিভের ফ্ল্যাগশিপ শুরু করতে পেরে আমরা খুবই আনন্দিত। ঈদুল-আজহা উপলক্ষে সিরিজ স্টোর ওপেনিং এর উদ্যোগ নিয়েছি আমরা। এই সিরিজের শুরু কুমিল্লা থেকে, যা ইতোমধ্যেই আমাদের ২১তম স্টোর হিসেবে কার্যক্রম শুরু করেছে।

খুব শিগগিরই বরিশালে শুরু হতে যাচ্ছে আরেকটি বহুল আকাক্সিক্ষত স্টোর। এছাড়াও নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটের মতো শহরে আমাদের স্টোর স্থাপিত হয়েছে। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, তাইওয়ানের জনপ্রিয় ফ্যাশন অনলাইন পোর্টালগুলোতে আমাদের ডিজাইন সেল হয়।উত্তরা গ্র্যান্ড ফ্ল্যাগশিপ স্টোরে পাওয়া যাবে লা রিভের নতুন ঈদ কালেকশন, এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস, হোম ডেকোর লাইফ-স্টাইল অ্যাক্সেসরিজের নজরকাড়া সমাহার। এছাড়াও ঘরে বসে কেনার সুবিধা পেতে অনলাইনে অর্ডার করা যায় www.lerevecraze.com থেকে।

 

 

×