ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রেন্ডি কালেকশন নিয়ে টুয়েলভ ক্লদিং

প্রকাশিত: ২১:৩৮, ৯ জুন ২০২৪

ট্রেন্ডি কালেকশন নিয়ে টুয়েলভ ক্লদিং

..

নিজেকে সবার মাঝে আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ এখন একটু বেশিই। দেশের ফ্যাশন হাউসগুলো এই নতুন প্রজন্মের ট্রেন্ডি ফ্যাশনের দিকটিকে মাথায় রেখেই সাজায় তাদের কালেকশন। দেশের অন্যতম সেরা লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভও তার ব্যতিক্রম নয়।

এবারের ঈদ গ্রীষ্মের কালেকশনকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছেটুয়েলভ টুয়েলভ ঈদের কালেকশনে সবসময়ই ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুটি ভাগেই নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের ঈদ কালেকশন।

×