ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

হ্যান্ডপেইন্ট কাপড়ের যত্ন

প্রকাশিত: ২০:৩০, ৩ ডিসেম্বর ২০২৩

হ্যান্ডপেইন্ট কাপড়ের যত্ন

.

বিভিন্ন পোশাকের ধরনের ভিন্নতার সঙ্গে এর যত্নে আছে ভিন্নতা। সঠিক নিয়ম মেনে পোশাক ব্যবহার করলে তা দীর্ঘদিন স্থায়ী হয়। সেরকমই হ্যান্ডপেইন্টেড পোশাকে বিশেষ যত্নে প্রয়োজন পড়ে যা মোটেও কঠিন কিছু নয়। চলুন দেখে নিই কিভাবে আপনার শখের হ্যান্ডপেইন্টেড পোশাকটির যত্ন নেবেন-

. পোশাকটি পাওয়ার পর একদিন ভালো করে রোদে শুকাতে দিন। উল্টো করে শুকাতে দিলে রঙ ফ্যাকাসে হওয়ার সম্ভাবনা কমে যায়।

. যদি ধোয়ার প্রয়োজন পড়ে তবে ডিটারজেন্ট বা লন্ড্রি সাবান ব্যবহার না করে শ্যাম্পু ব্যবহার করুন। এতে রঙ অনেকদিন ভালো থাকবে। তবে নতুন পোশাক এক সপ্তাহের আগে না ধোয়াই ভালো।

. কখনোই পেইন্টের উপর ঘষামাজা করবেন না।

. ধোয়ার পর খুব জোরে না চিপে হালকা চিপে পানি ঝরাতে দিন।

. খোলামেলা রোদেলা জায়গায় শুকাতে দিন। তবে দীর্ঘসময় কড়া রোদে কোনো কাপড়ই শুকানো উচিত নয়।

. শুকানো হলে আসে আয়রন করার পালা। সবসময় পেইন্টের উল্টো পাশে আয়রন করবেন। অথবা উপরে একটা পাতলা কাপড় রেখে আয়রন করতে পারেন। ভুলেও পেইন্টের উপর সরাসরি আয়রন করতে যাবেন না। কারণ এতে রঙ নষ্ট হওয়া এমনকি কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলে একটি হ্যান্ডপেইন্টেড ড্রেস অনেকদিন সুন্দর নতুনের মতো থাকবে।

যাপিত জীবন ডেস্ক

×