ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আপনি উদাসীন থাকতেই পারেন!

প্রকাশিত: ১৪:১১, ২৫ নভেম্বর ২০২৩

আপনি উদাসীন থাকতেই পারেন!

উদাসীনতা। প্রতীকী ছবি।

পৃথিবীতে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকেরই আচরণগত স্বভাব আলাদা। কেউ কেউ  ৎযেন খুব বেশি সিরিয়াস, আবার কেউ থাকেন সবকিছুতেই গা-ছাড়া ভাব। কেউ খুব তুচ্ছ বিষয়েই মুগ্ধ হন, কেউ কেউ বড় কোনো ঘটনাতেও থাকেন প্রতিক্রিয়াহীন।

আজ ২৫ নভেম্বর, উদাস দিবস। টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে দিবসটির প্রচলন হয়। উদাসীনতাকে উদ্‌যাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন এই দম্পতি।

কেউ কেউ থাকেন নিজের কিংবা অন্যের যেকোনো বিষয়ে খুব উদাসীন। সবকিছুতেই উদাসীনতা যেমন খুব গ্রহণযোগ্য নয়, তেমন মাঝে মাঝে কিছুটা উদাসীনতা দরকারও। অন্তত, যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্তি পেতে উদাসীনতা দরকার আছে।

জীবন-জগতের প্রতি এই চরম উদাসীন্য ভালো নাকি মন্দ, তা হয়তো তর্কসাপেক্ষ। কিন্তু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের এই দিককে তো অস্বীকারের উপায় নেই। ভালো-মন্দের কাঠগড়ায় দাঁড় করিয়ে উদাসীন মানুষটিকে দূরে রাখারও উপায় নেই।

এসআর

×