
পর্যটন শিল্প
পর্যটন শিল্পের বিকাশে মিডিয়াকে দায়িত্বশীল ও পেশাদারিত্বের ভুমিকা পালন করতে হবে। ছোট্র একটা ভুল বার্তার জন্য গোটা শিল্প হুমকির মুখে পড়তে পারে এমন সতর্কতা মনে রেখেই সংবাদ প্রকাশ করতে হবে। সারা পৃুথিবী জুড়ে এখন পর্যটন শিল্পের বিকাশে নতুন নতুন কৌশল ও নীতিমালা নিয়ে কাজ করা হচেছ। এমনকি সৌদি আরবের মতো রক্ষণশীল দেশও আজ পর্যটনের বিকাশে মহাপরিকল্পনা নিয়েছে।
এভিয়েশান জার্নালিষ্ট্ এন্ড ট্যুরিজম রিপোর্টার্স অব বাংলাদেশ আয়োজিত মিডিয়া এন্ড ট্যুরিজম শীর্ষক আলোচনায় এ ধরণের মতামত প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি তানজীম আহমেদের সঞ্চালনায় এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রি মাহবুব আলী, সচিব মোকাম্মেল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, এভিয়েশান বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম, টোয়াব সভাপতি শিবলুল কোরেশী, পাটার নেতা তৌফিক রহমান, ও আটাব মহাসচিব আব্দুস সালাম আরিফ।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রি মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমান ৫০ বছর আগে পর্যটনের স্বপ্ন ও পরিকল্পনা করেছেন। তিনি বিশ্বাস করতেন -এদেশ পর্যটনের জন্য বিপুল সম্ভাবনার। অথচ আমরা পর্যটনকে তার স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারিনি। তারপরেও অনেক অগ্রগতি হচেছ। মাস্টারপ্লান শেষ হয়েছে । এখন প্রধানমন্ত্রি অনুমোদন দিলেই সেটা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন- পর্যটন যে কতো বিপুল সম্ভাবনার সেটা সৌদি আরবের মত রক্ষণশীল দেশও এখন উপলব্দি করতে পেরেছে। তাই তারা গত সপ্তাহে পর্যটন বিকাশে বিশেষ ইভেন্ট করে সেখানে টাইটানিকের নায়ক ডিকাপ্রিওকে নিয়ে গিয়ে আলোচনায় চলে এসেছে। এখন সৌদি আরবও দুবাইয়ের মতো পর্যটন নিয়ে এগুচেছ। আমাদেরও তাই করতে হবে।
সচিব মোকাম্মল হোসেন বলেন- পর্যটন বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।সেজন্য মিডিয়াকেই দায়িত্ব পালন করতে হবে।
এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আগামী সপ্তাহেই উদ্বোধন হতে যাচেছ স্বপ্নের থার্ড টার্মিনাল। পর্যটন বিকাশে এয়ারপোর্ট ও মিডিয়ার ভুমিকা সমান্তারাল। আমাদেরকে মিডিয়াকেই কাজে লাগাতে হবে।
কাজী ওয়াহিদুল আলম বলেন- মিডিয়া উল্পো পাল্টা নিউজ করলে শুধু পর্যটন নয় গোটা দেশকেই মাশুল দিতে হয়। এজন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। সাংবাদিক ভুল নিউজ করলেও সম্পাদকের দায়িত্ব সেটা ফিল্টার করা।
তানজীম আহমেদ বলেন- গত এক দশকে এভিয়েশান সাংবাদিকতা অনেক অগ্রসর হয়েছে। আগে এ বিটে কাজ করত মাত্র গোটা ১০/১২ জন রিপোর্টার।এখন কমপক্ষে ৫০ জন ডেডিকেটেড রিপোর্টার তৈরি হয়েছে। কাজেই পর্যটন বিকাশে তাদেরকে কাজে লাগাতে হবে।