
.
অভিজাত ফ্যাশন হাউস প্রেমস কালেকশন্সের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাইভ ফ্যাশন শো ‘প্রি-ঈদ ফ্যাশন ২০২৩’। ১৬ মার্চ রাতে প্রেমস কালেকশন্সের শোরুমের ওয়াকয়েতে প্রধান স্টপার হিসেবে পারফর্ম করে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সঙ্গে ছিলেন চিত্রনায়িকা শিমলাসহ দেশের শীর্ষ মডেল ও তারকা শিল্পীবৃন্দ। ফ্যাশন শোর শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রেমস কালেকশন্সের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদে নিখুঁত বুনন, গর্জিয়াস ডিজাইন এবং আরামদায়ক পোশাক উপহার দেওয়ার লক্ষ্যে ফ্যাশন ডিজাইনার এবং কারিগর সবাই বছরজুড়ে নিরলস কাজ করেছি। আজকের ফ্যাশন শোর মাধ্যমে রোজার আগেই নতুন ডিজাইন উন্মুক্ত করছি। পোশাকের সর্বোচ্চ মান বজায় রেখে ঈদের আনন্দ ও পবিত্রতার দিকে লক্ষ্য রেখে উজ্জ্বল রঙকে প্রধান্য দিয়েছি আমরা।
যারা ঈদ শপিংয়ে দেশের বাইরে যান তাদের কথা মাথায় রেখে ভারতের বিভিন্ন রাজ্যসহ উপমহাদেশের সেরা ডিজাইনারদের সেরা কারুকাজের পোশাক নিয়ে এসেছে প্রেমস কালেকশন্স। এবারের ঈদে আমাদের চোখধাঁধানো ডিজাইন, রঙের বৈচিত্র্য, সর্বোপরি প্রতিটি পোশাকে আভিজাত্য ও রাজকীয় আবহ পাবেন ক্রেতারা।