ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোরবানি ঈদের প্রস্তুতি

প্রকাশিত: ২১:৩৪, ৪ জুলাই ২০২২

কোরবানি ঈদের প্রস্তুতি

ভাল রান্না

ঈদ-উল ফিতরের আনন্দ উসব কাটানোর পর প্রায় দুই মাস মূলতঃ কিছু সময় বিরতিতে চলেই যায়তারপর শুরু হয় আর এক মহা আয়োজনের ব্যাপক প্রস্তুতি সেটা ঈদ-উল-আজহা কিংবা কোরবানির ঈদ

এই ঈদের সঙ্গে জড়িয়ে থাকে  ধর্মীয় ভাবগাম্ভর্যের ভিন্নমাত্রার পবিত্রতহম অনুভূতিহজ্ব্র করার মতো আর এক ইসলামিক বিধি বিধাননারী-পুরুষ নির্বিশেষে এই পবিত্র হজ্ব পালনে অংশ নেওয়া একপ্রকার ইবাদত বন্দেগির মতো শুদ্ধ পবিত্রতম অন্তরনিঃসৃত নিবেদনতার সঙ্গে থাকে আর্থিকভাবে সক্ষমতার একটি ব্যাপারসুদুর মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফদর্শন ছাড়াও সবচেয়ে আনন্দের বিষয় মদীনায় রসুলুল্লাহ্্র পবিত্র রওজা শরীফ জিয়ারত করা ধর্মপ্রাণ মুসলমানদের এক অনন্য কর্তব্য সম্পাদন

হজ পালন ইসলামের ৫টি ফরযের মধ্যে অন্যতম একটিযেখানে নারী-পুরুষের সমান অধিকারসে কারণে প্রতি বছর বাংলাদেশ থেকেও অনেক নারী হজব্রত পালনে মক্কায় গিয়ে থাকেনতেমন প্রস্তুতি ধর্মীয় বিধি মোতাবেক আয়োজন করা হয়ে থাকেআর কোরবানির ঈদের প্রস্তুতি বিশেষভাবে আলাদা মাত্রারহযরত ইব্রাহীম (আঃ) এর ওপর আল্লাহর আদেশ বর্তানোর প্রেক্ষাপটে কোরবানির শুভযাত্রার ইতিহাস ইসলামের এক অনন্য নজির

যেখানে প্রিয়তম পুত্র ইসমাইলকে কোরবানি দিতে গেলে সর্বশক্তিমান আল্লাহ একটি পশু কোরবানির দিতে গেলে সর্বশক্তিমান আল্লাহ একটি পশু কোরবানির  হুকুম জারি করেনসেটা আরবির জেলহজ  মাসের ১০ তারিখযা পবিত্র হজ পালনের পর পরই শুরু হয়ে যায়বিভিন্ন দেশকাল ও স্থান বিবেচনায় পশু কোরবানির ধরনেও স্পষ্ট হয় বিভিন্ন তারতম্য এবং ভিন্নমাত্রার আয়োজন

বাংলাদেশ ও তার নিজস্ব কচি, সংস্কৃতি এবং যুগযুগ ধরে চলে আসা ব্যবস্থাপনায় ঈদ-উল-আযহাকে নিজেদের মতো পালন করে থাকেসব এবং আনন্দপ্রিয় জাতি আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ দিন, ধর্মীয় নির্দেশ সবই মহাআড়ম্বরে  আয়োজন করা আমাদের চিরায়িত বৈশিষ্ট্যআমাদের বাংলাদেশে তাই কোরবানির উসব আয়োজন ও মহাসমারোহে উদযাপিত হওয়া জাতিগত আচার আচরণের নিণায়ক

যেহেতু ব্যাপক আয়োজনে কোরবানির ঈদ উসব আমাদের মাতিয়ে দেয় সেখানে ঘরের গৃহিণীরাও হয়ে পড়েন মহাব্যস্তসবের আমেজ ছাড়াও থাকে ব্যাপক প্রস্তুতিগরু খাসি কোরবানি দেওয়া  বলে কথাময় মশল্লা জোগাড় করাও বড় ধরনের কর্মব্যস্ততামাংসের রান্নায় সবচাইতে বেশি দরকার সুস্বাদু ও প্রাসঙ্গিক পেঁয়াজযে পণ্যটি নিয়ে সবসময় ব্যবসায়ী সিন্ডিকেটের কঠোর তদারকি শুধু তাই নয়, সময় বুঝে দাম অতাধিক পর্যায়ে নিয়ে যাওয়াও যাপিত জীবনের চরম দুর্ভোগসঙ্গতকারণে গৃহিণীরা মহামূল্যবান  এই খাদ্য পণ্যটির ব্যাপারে বিশেষ সতর্ক সাবধানতা অনুসরণ করে

পণ্যটি সবসময় ঝাঁজের উপরই থাকে  সেখানে কোরবান এলে তার মাত্রা কিভাবে বাড়তের দিকে যায় তার সাক্ষি ক্রেতা সাধারণন্যায্যমূল্যে পেঁয়াজ সরবরাহ করা যেন সরকারের নৈমিত্তিক কর্মযোগতারপরেও শেষ রক্ষা সেভাবে হয়ওনাগ্রাহককে মুল্য দিয়েই তা কিনতে হয়তবে এক্ষেত্রে গৃহকর্ত্রীর এক প্রকার নজরই থাকে আগের থেকে অল্প অল্প  পেঁয়াজ জমিয়ে রেখে বাজার দরের অগ্নিমূল্য যেন মোকাবেলা  করতে না হয়এমনিতে গরু খাসির চড়ামূল্য অসহনীয় হলে ততো আগের থেকে ধরে রাখা যায় নাসম্ভবও নয়সুতরাং নির্দিষ্ট সময় পর্যন্ত পেঁয়াজ পাবে না

তাই গৃহকর্ত্রীর সজাগ সতর্কতায়  পেঁয়াজের যথার্থ পরিচর্যা এই অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যটিকে সংরক্ষণ করাও যেন অবশ্যম্ভাবী এক কর্মযোগ সুগৃহিণীরা সেভাবে পেঁয়াজকে সামলিয়ে নিতেও বাড়তি নজরদারি করে থাকেতাছাড়া মশল্লাপাতিও গুছিয়ে নেয় প্রয়োজন মতো

মাংস কাটতে গিয়ে দা, বড়ও ছোট চাকু, বটি, কাঠের একটা খন্ড খুবই দরকারতেমন অতি আবশ্যিক জিনিসগুলো গুছিয়ে রাখতে হয়শিল-পাটায় দিতে নতুনদের কাছ থেকেএমন সব লোক বিভিন্ন ভবনের আঙিনায় কোরবানের কয়েকদিন আগ থেকেই ঘোরাফেরা করতে থাকেএকটা উচ্চগলায় জানান দিয়ে তারা পাটা, দা, ছুরি ধারানোর জন্য বাড়ির আশেপাশেই অবস্থান করেআর ঘরের কর্ত্রীরা সেই অপেক্ষায় থাকেসময়মতো কোরবানের আগে সবকিছু গুছিয়েও নেয়এ সময় নতুন পোশাকের দিকে তেমন আগ্রহ দেখা যায় না

যেখানে রমজানের ঈদে সবচাইতে বেশি নজরে থাকে বাজারে আসা নতুন পোশাক পরিচ্ছদকোরবানির ঈদে গৃহিণীদের সূক্ষè দৃষ্টি এড়ায় না মাংস সংরক্ষণ করার ফ্রিজ্ এবং রান্নাকরার পরিপাটি পাকঘরটিওগোটা গরু-ছাগল কোরবানি দিনে সেটাকে স্বাস্থ্যসম্মত উপায়ে ফ্রিজে গুছিয়ে রাখাও অনেক বড় দায়-দায়িত্বসেখানে সফল গৃহিণীরা সক্ষমতার সাথে সব কিছু সামলাতে পারেনআর পাকঘরের রান্নায় জায়গাটি পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতেও ঘরের কর্ত্রীর জুড়িমেলা ভার

শুধু কি তাই? কোরবানি মাংসের বর্জ্য কিংবা আবর্জনা সাফ করে পরিবেশ শুদ্ধ রাখাও এক প্রকার সচেতন দায়বদ্ধতাসেখানেও গৃহকর্ত্রীর সতর্ক নজরদারি পারিপার্শ্বিক  অবস্থায় এনে দেয় স্বাস্থ্যসম্মত এক সুস্থ আঙিনা সুতরাং কোরবানি মানেই গৃহিণীরা মহাআড়ম্বরই শুধু তাই নয়, পর্বত্র প্রমাণ ব্যস্ততারও যেন শেষ নেই

অপরাজিত প্রতিবেদক

×