ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ ডিসেম্বর ২০২২, ১৯ অগ্রাহায়ণ ১৪২৯

monarchmart
monarchmart

মাহবুবুর রহমান সজিব

ট্রেন্ড টপস

প্রকাশিত: ০৩:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ট্রেন্ড টপস

নতুন পোশাক মানে নতুন ফ্যাশন, নতুন অনুষঙ্গ, নতুন লুক। পোশাকে বর্তমান সময়ে টপস বেশ জনপ্রিয় একটি ট্রেন্ড। কারণ শুধু জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডগুলোই নয়, পাশাপাশি জনপ্রিয় স্টাররাও এখন অনুসরণ করছেন এই ট্রেন্ড। বাঙালী মেয়েদের আদি পোশাক শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি জিন্স ও টপসের মতো পোশাক পরা শুরু বেশিদিন আগের নয়। দিনে দিনে বিশ্বায়নের জোয়ারে বাঙালী মেয়েদের পছন্দের তালিকায় উঠে এসেছে টপস। একসময় জিন্সের সঙ্গে অনুষঙ্গ হিসেবে চলত ফতুয়া। ছেলেদের ক্ষেত্রেও তাই। যে মেয়েটি হয়ত বাড়ির বাইরে জিন্স পরবে কি পরবে না, সেই দুইদিন পর ভার্সিটি যেতে সঙ্গী করল জিন্স আর ফতুয়াকে। সেই সঙ্গে ছিল স্কার্ফ বা ওড়না। এরপর ফ্যাশন এবং সময়ের প্রয়োজনে কমতে থাকল ফতুয়ার ট্রেন্ড। এখন সেই ফতুয়ার জায়গা দখল করেছে টপস। এখন শরৎকাল। ঋতুকে সামনে রেখে নতুন পোশাক অনেকের পছন্দ। তরুণ-তরুণীদের মাঝে চলছে উন্মাদনা। নতুন পোশাক কিনতে হবে। নতুন সাজে ভিন্নভাবে নিজেকে বন্ধুবান্ধবের সামনে উপস্থাপন করতে হবে। দেশের সব নামীদামী ফ্যাশন হাউসগুলোতে এসে গেছে ঋতুভিত্তিক নতুন পোশাক। বিভিন্ন ধাঁচের নতুন পোশাকে বাজার পূর্ণ এখন। তবে সময়ের যে পোশাকটি এখন হালের অন্যতম জনপ্রিয় তা হচ্ছে টপস। এই পোশাকে রয়েছে বেশকিছু ভিন্নতা। টপস হতে পারে বডি ফিটিং ও শর্ট স্লিভের, হতে পারে ভি গলা, হাইনেক গলা। আর এইসব টপসে বাড়তি সংযোজন হিসেবে থাকছে লেস, হাতের কাজ ও সিকোয়েন্সের ব্যবহার। এসব টপস মূলত উৎসবকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে। চলাফেরায় জিন্সের সঙ্গে টপস বেশ মানাবে। আর একটা পোশাক তো আর শুধু একদিনের জন্য নয়। মেয়েরা ভার্সিটিতে জিন্স-টপস পরে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। আবার অফিসে যেতে বা বিশেষ কোন অনুষ্ঠানে একটু ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার স্লিভের টপসে ভাল লাগবে। তবে আবার বন্ধুদের আড্ডায় কিন্তু এমন টপসে আপনি আনন্দ পাবেন না। এ সময় আপনার টপসটি স্লিভলেস হলে ভাল দেখাবে। খেয়াল রাখতে হবে বডির কাছে যেন ফিটিং হয়। আর মাঝে মাঝে ইলাস্টিক বা লেস লাগিয়েও এই ফিটিংটায় আরও বৈচিত্র্য আনা যেতে পারে। শীত-গরমের মিশেল এই সময়টা। তাই টপসের কাপড়ের ব্যাপারে একটু সতর্ক থাকা চাই। কি ভাবছেন, কি ধরনের কাপড়ের টপস পরবেন? এই সময়টায় সুতি বা লিলেন কাপড়ই উত্তম। আড়ং, ইয়ালো, লা রিভ, একসটেসি, গ্রামীণ, বিবিয়ানা, চিলেকোঠাসহ প্রায় সব জনপ্রিয় ফ্যাশন হাউসে পাওয়া যাবে টপস। ব্রান্ডের টপসের জন্য আপনাকে গুনতে হবে ৮০০ থেকে ১২০০ টাকা। এছাড়া গাউসিয়া নিউমার্কেট এলাকাতেও টপস পাবেন। এখান থেকে কিনতে লাগবে ৩০০ থেকে ৫০০ টাকা। স্ট্রিট স্টাইল হিসেবে নিঃসন্দেহে যে কেউ বেছে নিতে পারেন এই পোশাক এবং এর জন্য আপনার পকেট থেকেও খুব বেশি খরচ করতে হবে না। ছবি : আরিফ আহমেদ মডেল : ফারহানা মিলি
monarchmart
monarchmart