ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নিজের কবর নিজে খুঁড়ছেন বন্দী ইসরায়েলি তরুণ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৬, ৪ আগস্ট ২০২৫

নিজের কবর নিজে খুঁড়ছেন বন্দী ইসরায়েলি তরুণ!

ছবি: সংগৃহীত

গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি তরুণ এভিয়াতার ডেভিডের (২৪) হৃদয়বিদারক একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি সংকীর্ণ টানেলের ভিতর নিজেই নিজের কবর খুঁড়ছেন এবং দুর্বল স্বরে বলছেন, “আমি এখন যা করছি তা হলো আমার নিজের কবর খোঁড়া।” এভিয়াতার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি কেবল হাড়সার, কথা বলতেও কষ্ট হচ্ছে।

এই ভিডিওটি ৪৮ ঘণ্টার মধ্যে হামাস কর্তৃক প্রকাশিত দ্বিতীয় ভিডিও। এতে এভিয়াতার ধীরে ধীরে বলছেন, “প্রতিদিন আমার শরীর আরও দুর্বল হয়ে পড়ছে। আমি সরাসরি কবরের দিকে হাঁটছি। সময় ফুরিয়ে আসছে।” এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন।

এভিয়াতারের পরিবার ভিডিও প্রকাশে সম্মতি দিয়েছে এবং এক বিবৃতিতে বলেছে, “এই ভিডিও শুধু প্রোপাগান্ডা নয়, বরং আমাদের ছেলেকে পরিকল্পিতভাবে অনাহারে রেখে পৃথিবীর সামনে একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হচ্ছে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওটি দেখে হতবাক হন এবং এভিয়াতারের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “সরকার সব বন্দীদের মুক্ত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।”

এভিয়াতার ডেভিডসহ মোট ৪৯ জন ইসরায়েলি এখনো গাজায় হামাস ও তাদের মিত্র সংগঠনগুলোর হাতে বন্দী। তারা সবাই ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় অপহৃত হন, যেখানে ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় বড় পরিসরের সামরিক অভিযান চালায়, যেখানে ৬০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়।

হামাস ও ইসলামিক জিহাদ সম্প্রতি আরেকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে আরেক বন্দী, ২১ বছর বয়সী রম ব্রাস্লাভস্কি (জার্মান-ইসরায়েলি দ্বৈত নাগরিক) দুর্বল ও রোগাক্রান্ত অবস্থায় দেখা যায়।

শনিবার রাতে তেলআবিবে হাজার হাজার মানুষ সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চেয়ে বিক্ষোভ করেছেন। এটি যুদ্ধ শুরু হওয়ার পর অন্যতম বৃহৎ বিক্ষোভ।

সূত্র: https://www.ndtv.com/world-news/israel-hamas-mossad-video-starving-israeli-hostage-digs-his-own-grave-inside-hamas-tunnel-9009851?pfrom=home-ndtvworld_world_top_scroll

মুমু ২

×