
ছবি:সংগৃহীত
জনপ্রিয় মার্কিন অ্যানিমেটেড সিরিজ সাউথ পার্ক তাদের ২৭তম সিজনের প্রথম পর্ব দিয়েই ভাঙলো দীর্ঘদিনের একটি রেকর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে নির্মিত এই পর্বটি প্রচারের প্রথম তিন দিনেই ৫.৯ মিলিয়ন দর্শক দেখেছেন— যা ১৯৯৯ সালের পর থেকে শোয়ের সবচেয়ে বেশি দর্শকপ্রাপ্ত পর্ব হিসেবে রেকর্ড গড়েছে বলে জানিয়েছে ডেক্সার্টো।
কমেডি সেন্ট্রাল এবং প্যারামাউন্ট+ প্ল্যাটফর্মে ২৪ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে প্রচারিত ‘Sermon on the Mount’ নামের এই পর্বটি শুধু দর্শকসংখ্যাতেই নয়, জনপ্রিয়তায়ও শীর্ষে ছিল। এটি ছিল শোয়ের ২০২২ সালের পর সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিজন প্রিমিয়ার। শোয়ের নির্মাতা ট্রে পার্কার এবং ম্যাট স্টোন এই পর্বে ডোনাল্ড ট্রাম্প ও তার বক্তব্যের মাধ্যমে Paramount Global-এর বিরুদ্ধে তার অবস্থানকে ব্যঙ্গ করেছেন।
পর্বটিতে ট্রাম্পকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেভাবে অতীতে সিরিজটিতে সাদ্দাম হোসেনকে দেখানো হয়েছিল— এমনকি শয়তানের সঙ্গে কল্পিত একটি সম্পর্কের মাধ্যমেও। এই বিষয়টিকে কেন্দ্র করে হোয়াইট হাউজ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের ভাষ্য, “সাউথ পার্ক গত দুই দশক ধরে প্রাসঙ্গিকতা হারিয়েছে। এখন তারা কেবল মনোযোগ আকর্ষণের জন্য দুর্বল ও পুরনো কনটেন্ট তৈরি করছে।”
তবে পর্বটি ১৮-৪৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ০.৯৯৬ রেটিং অর্জন করেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। IMDb-তে এই পর্বের রেটিং ৯.৬/১০, যেখানে সিজন ২৬-এর প্রথম পর্ব পেয়েছিল ৭.৩ রেটিং।
Variety সূত্রে জানা গেছে, সাউথ পার্ক নির্মাতারা ইতোমধ্যে Paramount Global-এর সঙ্গে একটি নতুন চুক্তি করেছেন, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০টি নতুন পর্ব নির্মিত হবে। এই চুক্তির মূল্য প্রতি বছর ৩০০ মিলিয়ন ডলার। সেই সঙ্গে, পুরো সাউথ পার্ক লাইব্রেরি এখন Paramount+-এ স্থানান্তরিত হচ্ছে।
Comedy Central জানিয়েছে, সিজন ২৭-এর এই প্রথম পর্বটি শুধু শোয়ের সবচেয়ে “সামাজিকভাবে আলোচিত” পর্বই নয়, ওই দিন টেলিভিশনের “সবচেয়ে আলোচিত অনুষ্ঠান” ছিল।
শোয়ের নির্মাণ পদ্ধতি দ্রুতগতির হওয়ায় দ্বিতীয় পর্ব কিছুটা দেরিতে প্রচারিত হবে। তবে দর্শকদের জন্য অপেক্ষা দীর্ঘ নয়— আগামী ৬ আগস্ট এটি প্রচারিত হবে। দ্বিতীয় পর্বেও ট্রাম্প ও শয়তান চরিত্রের ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে ট্রেলারে।
মারিয়া