ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

প্রেমের গুঞ্জন? মন্ট্রিয়লে ক্যাটি পেরির সঙ্গে দেখা গেল জাস্টিন ট্রুডোকে

প্রকাশিত: ১৮:২৬, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৭, ৩১ জুলাই ২০২৫

প্রেমের গুঞ্জন? মন্ট্রিয়লে ক্যাটি পেরির সঙ্গে দেখা গেল জাস্টিন ট্রুডোকে

সাবেক কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপতারকা ক্যাটি পেরিকে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে। সোমবার সন্ধ্যায় এই সাক্ষাৎ ঘিরে এখন কানাডা থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত চলছে নানা গুঞ্জন তবে কি নতুন কোনও সম্পর্কের শুরু?

মন্ট্রিয়ালের বিখ্যাত রেস্টুরেন্ট ‘লে ভায়োলঁ’-এ দুই ঘণ্টার মতো একান্ত সময় কাটান ট্রুডো ও পেরি। রেস্টুরেন্টের কমিউনিকেশনস কনসালট্যান্ট সামান্থা জিন জানিয়েছেন, তারা দুজনই বেশ ব্যক্তিগত পরিবেশে ছিলেন এবং কারও সঙ্গে আলাপ বা ছবি তোলার চেষ্টা কেউ করেননি।

জিন জানান, “কোনও প্রেমের ইঙ্গিত বা ঘনিষ্ঠ আচরণ দেখা যায়নি। তারা ছিলেন খুবই শান্ত ও সংযত। আমাদের কাছে তারা অনেকটা ‘চিল’ মুডে ছিলেন।”

ডিনারে তারা শুরু করেন টুনা, বিফ টারটার, লবস্টার ও অ্যাসপারাগাস দিয়ে। মূল খাবারে ছিল ল্যাম্ব। পুরো সময়টাতে নিরাপত্তারক্ষীরা বার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন বলে জানান জিন।

ক্যাটি পেরি বর্তমানে একটি কানাডা সফরে রয়েছেন। এই সপ্তাহেই তিনি পারফর্ম করছেন ওটাওয়া, মন্ট্রিয়াল ও কুইবেক সিটিতে। আগামী সপ্তাহে তার টরন্টোতে শো রয়েছে। কয়েক সপ্তাহ আগেই তার দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয়। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে আলাদা হয়ে যান।

এই ডিনারের খবর প্রথম প্রকাশ করে টিএমজেড। তবে পেরির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখযোগ্যভাবে, পেরি বরাবরই ডেমোক্র্যাট রাজনীতিবিদদের সমর্থন করে আসছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন।

অন্যদিকে, ট্রুডোর প্রধানমন্ত্রিত্বকালেও তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একাধিকবার টানাপড়েন হয়েছে, বিশেষ করে কানাডার ওপর আমদানি শুল্ক আরোপের হুমকি এবং যুক্তরাষ্ট্রে কানাডাকে যুক্ত করার বিতর্কিত মন্তব্য ঘিরে। যদিও এ সন্ধ্যার ডিনার ছিল নিছকই ব্যক্তিগত, তবে দুই তারকার সাম্প্রতিক বিচ্ছেদ এবং একই সময়ে কানাডায় অবস্থান নতুন জল্পনাকে উসকে দিচ্ছে।

এই মুহূর্তে প্রেম নয়, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে জাস্টিন ট্রুডো ও ক্যাটি পেরির এই ডিনার নির্দ্বিধায় পৌঁছে গেছে বিনোদন জগতের শিরোনামে।

 

 


সূত্র:https://tinyurl.com/3ha7zhw4

আফরোজা

×