
ছবি: সংগৃহীত
ফিলিস্তিন রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি হিসেবেই দেখে ইসরাইল। ফলে দেশটি কখনোই ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সম্মতি দেবে না— এমনটাই মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্ডস।
সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় এই বক্তব্য দেন কার্ডস। রাশিয়ান বার্তা সংস্থা তাস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসরাইল কার্ডস লেখেন, “আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা গঠিত হতে দেব না, যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে, আমাদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলে এবং ইসরাইলি ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। এই গুরুতর হুমকি প্রতিরোধে আমরা সকলেই ঐক্যবদ্ধ।”
তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সিদ্ধান্তকে "সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ" বলে অভিহিত করেন।
এর আগেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফরাসি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, “এটি একটি পদক্ষেপ, যা সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি সৃষ্টি করে।”
২০২৫ সালের ২৪ জুলাই রাতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা দেন, “প্যারিস, জাতিসংঘ সাধারণ পরিষদের সেপ্টেম্বর অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।”
ম্যাক্রোর মতে, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং বেসামরিক নাগরিকদের ত্রাণ প্রদান। তিনি আরও বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে গাজার নিরাপত্তা ও পুনরুদ্ধারেও গুরুত্ব দিতে হবে।
ম্যাক্রোর ভাষায়, “অবশেষে আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতেই হবে। হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে— তাহলেই এই রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত হবে।”
এর আগে ২০২৫ সালের ৯ এপ্রিল, ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, “ফ্রান্স, জুন মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।”
শেখ ফরিদ