ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বুশ-ওবামা-বাইডেন সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, অভিযোগ ট্রাম্পের

প্রকাশিত: ১৫:৩৯, ১৫ জুলাই ২০২৫

বুশ-ওবামা-বাইডেন সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, অভিযোগ ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে রাশিয়ার ওপর কঠোর শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ন্যাটোর নবনিযুক্ত মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে এই সতর্কবার্তা দেন তিনি।

বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি পুতিনের সঙ্গে বহুবার কথা বলেছি। তারপরও ইউক্রেনে হামলা থামেনি। এমন হলে আলোচনার কোনো মানেই নেই। বুশ, ওবামা, এমনকি বাইডেনকেও বোকা বানিয়েছেন পুতিন।’

এই পরিস্থিতিতে রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “এই সময়ের মধ্যে যদি যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো চুক্তি না হয়, তাহলে মস্কোর ওপর ‘সেকেন্ডারি ট্যারিফ’ আরোপ করা হবে। অর্থাৎ রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য করবে, তারাও এই শাস্তির আওতায় পড়বে।”

ট্রাম্পের দাবি, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটোকেও অর্থনৈতিক ও সামরিকভাবে সক্রিয় হতে হবে। তিনি জানান, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, যার ব্যয়ভার বহন করবে ন্যাটো।

এদিকে ন্যাটো মহাসচিব রুটে বলেন, ‘আমরা প্রথম ধাপে ইউক্রেনে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠাব। ন্যাটোর মাধ্যমে সহায়তা দিলে ইউক্রেনের প্রয়োজন অনুযায়ী দ্রুত অস্ত্র সরবরাহ সম্ভব হবে।’ তিনি আরও যোগ করেন, “আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্পের এই আল্টিমেটাম পুতিন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও উপস্থিত ছিলেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=NA6Otiom_z0

রাকিব

×