
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে”—এই কথা তিনি সাত-আট মাস আগেই বলেছিলেন এবং এখন তা সত্য প্রমাণিত হয়েছে। তারেক রহমান মনে করেন, সেই অদৃশ্য অনেক শক্তি ও শত্রু আজ আস্তে আস্তে দৃশ্যমান হয়ে উঠছে।
তারেক রহমান বলেন, আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটি বলেছিলাম আর সেটি প্রমাণিত হচ্ছে সত্য।
তিনি আরও বলেন, সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না।
তারেক রহমান দৃঢ় কণ্ঠে বলেন, আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হয়তো পারবো না। আর যদি ৩১ দফা বাস্তবায়ন না করি, তাহলে গত ১৫ বছর ধরে আপনারা যে ত্যাগ করেছেন, যে অত্যাচার, নির্যাতন, কষ্ট সহ্য করেছেন—সকল কিছু বৃথা হয়ে যাবে।
তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বিএনপির অভ্যন্তরীণ ঐক্য এবং সংগঠনের শুদ্ধি অভিযান নিয়ে এটি একটি স্পষ্ট বার্তা।
শেখ ফরিদ