
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ এক হত্যাকাণ্ড ঘটেছে। অপহরণের পর ৯ জন বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। (১২ জুলাই ২০২৫) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শাহিদ রিন্দ জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের অপহরণ করে বন্দুকধারীরা। পরে পাঞ্জাবি জাতিগত পরিচয়ের কারণে তাদের নিশানা করা হয়।
সরকারি কর্মকর্তা নবিদ আলম জানিয়েছেন, অপহরণের পর নিহতদের গুলিবিদ্ধ মরদেহ পাহাড়ি এলাকায় পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। এক বিবৃতিতে শাহবাজ বলেন, ‘নির্দোষ মানুষের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ভারত সমর্থিত সন্ত্রাসীদের এ ঘৃণ্য অপরাধ কোনোভাবেই ক্ষমা করা হবে না।’
তবে শাহবাজের মন্তব্যের বিষয়ে ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। একইসঙ্গে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
এর আগেও বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) একাধিকবার পাঞ্জাবি যাত্রীদের টার্গেট করে হামলা চালিয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তাদের অভিযোগ, পাকিস্তান সরকার বেলুচিস্তানের সম্পদ লুটে পাঞ্জাবের উন্নয়নে ব্যয় করছে।
মিমিয়া