
হুতিদের হামলার পর লোহিত সাগরে ডুবে যাচ্ছে পণ্যবাহী জাহাজ ইটার্নিটি সি
লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। জাহাজটি থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে চারজন নিহত এবং আরও ১৫ জন নিখোঁজ হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
হুতি জানিয়েছে, ইটার্নিটি সি নামের গ্রিসের মালিকানাধীন জাহাজটিতে একটি চালকবিহীন নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। যার লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরাইলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করা। খবর আলজাজিরার।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইটার্নিটি সি ইসরাইলের দিকে যাচ্ছিল। এ সময় তাতে হামলা চালানো হয়। হামলার দুদিন পর বৃহস্পতিবার জাহাজটি ডুবে যায়। হামলার পর হুতি যোদ্ধারা জাহাজের বেশ কয়েক নাবিককে উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করেছে এবং নিরাপদ স্থানে নিয়ে গেছে। হুতি বিদ্রোহীরা এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে ইটারর্নিটি সি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণও দেখানো হয়েছে।
প্যানেল মজি