ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইরাকে রকেট হামলার জবাবে কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত: ২০:১৩, ১ জুলাই ২০২৫

ইরাকে রকেট হামলার জবাবে কী করবে যুক্তরাষ্ট্র?

সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক বিমানঘাঁটি—আল-আসাদ ঘাঁটিতে হঠাৎ রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন মার্কিন সেনা ও একজন ইরাকি সৈন্য আহত হয়েছেন।

রকেটের বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় আটকে গেলেও কিছু আঘাত হানে ঘাঁটির ভিতরে।

আল-আসাদ বিমানঘাঁটিতে অনেক মার্কিন ও ইরাকি সেনা থাকে। এটি ব্যবহার করা হয় সন্ত্রাসবিরোধী অভিযানে, বিশেষ করে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে অভিযান চালাতে।

হামলার পেছনে ইরান-সমর্থিত একটি গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কেউ স্পষ্টভাবে দায় স্বীকার করেনি।

গত কয়েক মাসে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা বেড়েছে। এসব হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে।

এই রকেট হামলা আবারও দেখিয়ে দিল, ইরাকে মার্কিন সেনারা এখনো বড় হুমকির মুখে। যুদ্ধ না থাকলেও, সবার সতর্ক থাকা দরকার—যেকোনো সময়, যেকোনো জায়গায় হামলা হতে পারে।

হ্যাপী

আরো পড়ুন  

×