ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্র সবসময় ইজরায়েলের পাশে থাকবে: ট্রাম্প

প্রকাশিত: ১৭:৪৭, ১৪ জুন ২০২৫; আপডেট: ১৭:৪৮, ১৪ জুন ২০২৫

যুক্তরাষ্ট্র সবসময় ইজরায়েলের পাশে থাকবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সশস্ত্র সংঘাত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ পরিস্থিতি সম্পর্কে তিনি আগেভাগেই অবগত ছিলেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইরানের এখনো সুযোগ আছে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় আসার।

শুক্রবার (১৩ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ঘটনার অনেক আগেই আমরা বিষয়টি জানতাম। আমি ইরানকে রক্ষা করতে চেয়েছিলাম— অপমান, ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে। আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি, যাতে দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব হয়।”

রয়টার্সের প্রশ্নের জবাবে তিনি জানান, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র সবসময় তেল আবিবের পাশে থাকবে। তবে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে কি না— এ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। ট্রাম্প বলেন, “আমরা ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। দেখা যাক সামনে কী হয়।”

১৩ জুন ভোররাতে ইসরায়েলের বিমানবাহিনী ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি শহরে একযোগে বিমান হামলা চালায়। হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের শতাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: রয়টার্স

ফারুক

×