ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাতাস থেকে পানি সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ২৭ মে ২০২৫

বাতাস থেকে পানি সংগ্রহ

বাতাস থেকে পানি টেনে আনতে পারে

বিজ্ঞানীরা নতুন এক উপাদান খুঁজে পেয়েছেন, যা বিদ্যুৎ বা বিশেষ যন্ত্রপাতি ছাড়াই বাতাস থেকে পানি টেনে আনতে পারে। গবেষকরা বলছেন, এ আকস্মিক আবিষ্কার শুষ্ক অঞ্চলে পানি সরবরাহের নতুন উপায় দেবে ও ইলেকট্রনিক্স বা ভবনকে আরও সহজে ঠান্ডা করতে সাহায্য করবে। খবর ইয়াহু নিউজের। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে। এক ল্যাব পরীক্ষার সময় এ আবিষ্কারটি ঘটে। এ সময় অদ্ভুত কিছু লক্ষ্য করেন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পিএইচডি শিক্ষার্থী ভরথ ভেঙ্কাটেশ।

গবেষণাগারের একটি ধাতব উপাদানের ওপর পানির ফোঁটা তৈরি হচ্ছিল। তবে এ উপাদানটি ঠান্ডা করা এমন নয়, আর এর আর্দ্রতাও বেশি ছিল না। তা হলে পানির ফোঁটা এলো কোথা থেকে। প্রথমে গবেষণা দলটি ভেবেছিল ল্যাবের পরিবেশের কারণে কোনো একটা ভুল থেকে এমনটি ঘটেছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। তবে আরও পরীক্ষা করে দেখা গেল এখানে আসলেই কিছু একটা ঘটছে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার প্রফেসর ডায়েওন লি ও আমিশ প্যাটেলের নেতৃত্বে গবেষকরা এমন এক নতুন ধরনের উপাদান আবিষ্কার করেছেন, যার মধ্যে ছোট ছোট ন্যানোপোর থাকে যা এমনভাবে পানি টেনে আনে ও স্থানান্তরিত করে, যা আগে কেউ দেখেনি বলে দাবি তাদের।

×