ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতক্ষীরায় ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, দুদকের অভিযান

মিজানুর রহমান, সাতক্ষীরা

প্রকাশিত: ১৩:৫৯, ২৮ মে ২০২৫

সাতক্ষীরায় ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, দুদকের অভিযান

ছবি: সংগৃহীত।

সাতক্ষীরা জেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টার এই অভিযান চালিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দুদক খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। তিনি জানান, দুদকের একটি দল সাধারণ পোশাকে ভোক্তার ছদ্মবেশে অফিসে উপস্থিত হয়ে সেবাগ্রহীতা সেজে সেবা কার্যক্রমের বাস্তবচিত্র পর্যবেক্ষণ করে।অভিযানের সময় একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেন, তাদের কাছ থেকে প্রকৃত রাজস্বের চেয়ে অনেক বেশি অর্থ আদায় করা হচ্ছে। 

এর মধ্যে আব্দুর সাত্তার নামের এক ভুক্তভোগী বলেন, তিনি খাজনা দিতে আসলে তাকে বলা হয় ১৫হাজার টাকা লাগবে। পরে দশ হাজার টাকায় চুক্তি হয়। চেক কেটে দেওয়ার পর বাইরে এসে খুলনা থেকে সাধারণ পোশাকে থাকা দুদকের লোকজন কাগজপত্র দেখে বলেন, ‘তোমার কাজ এত টাকা নয়, তোমার কাছ থেকে তো বেশি নিয়েছে’। তারা আমাকে দাঁড়িয়ে থাকতে বলেন এবং পরে আমার টাকা ফেরত দেন।”

তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তার কার্যক্রম পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করে দুদক। এ ছাড়াও, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে এবং সে সংক্রান্ত দুটি ভিডিও ফুটেজ দুদকের কাছে রয়েছে বলে জানা গেছে।

সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বলেন, “মঙ্গলবারের অভিযানের পুরো বিবরণ প্রতিবেদন আকারে কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের নির্দেশনায় পরবর্তী অনুসন্ধান ও প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় জনগণ এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, বারবার অভিযোগ দেওয়ার পর অবশেষে তদন্ত হওয়ায় তারা আশান্বিত। তারা চান, এ ধরনের দুর্নীতি বন্ধে নিয়মিত নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিরাজ খান

×