ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আসছে গুগল পে, স্মার্টফোন হবে ডিজিটাল ওয়ালেট

মোঃ আইয়ুব মন্ডল, কন্ট্রিবিউটিং রিপোর্টার, গাইবান্ধা

প্রকাশিত: ১৪:১৪, ২৮ মে ২০২৫; আপডেট: ১৪:১৫, ২৮ মে ২০২৫

বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আসছে গুগল পে, স্মার্টফোন হবে ডিজিটাল ওয়ালেট

ছবিঃ সংগৃহীত

অবশেষে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী মানুষের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা 'গুগল পে' (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট ফিনটেক খাতের সূত্রগুলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে।

এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ 'ডিজিটাল ওয়ালেট' হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে। আকাশপথে টিকিট থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটা, এমনকি সিনেমা দেখার টিকিটও এখন মোবাইল ফোনের মাধ্যমেই পরিশোধ করা সম্ভব হবে।

প্রাথমিক পর্যায়ে, সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের বাংলাদেশি মুদ্রায় ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর মাধ্যমে তারা যেকোনো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি সমর্থিত পেমেন্ট টার্মিনালে তাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন। তবে, সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে যে খুব শীঘ্রই অন্যান্য ব্যাংকও ধাপে ধাপে এই সেবার সাথে যুক্ত হবে, যা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে এই সুবিধা গ্রহণের সুযোগ করে দেবে।

এতদিন ধরে বাংলাদেশের ব্যাংকিং অবকাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় এই সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হয়নি। তবে, বিশেষ করে শহরাঞ্চলে প্রযুক্তি-সচেতন ব্যবহারকারীদের মধ্যে এনএফসি পেমেন্টের চাহিদা ক্রমশ বাড়ছিল। গুগল পে-র এই উদ্যোগ দেশের আর্থিক লেনদেনের খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

ফিনটেক শিল্পের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গুগল ওয়ালেট ব্যবহারকারীর কোনো সংবেদনশীল আর্থিক তথ্য সরাসরি সংরক্ষণ করবে না। ব্যবহারকারীরা কেবল তাদের কার্ড অ্যাপের সাথে লিঙ্ক করবেন এবং সমস্ত লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমেই প্রক্রিয়া ও নিষ্পত্তি হবে। তবে, এই সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে বলে জানা গেছে।

গুগল পে-র আগমন বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ক্যাশলেস লেনদেনের দিকে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

নোভা

×