ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কসবায় জমে উঠেছে পুরাতন মোটরসাইকেল হাট

শাহপরান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৩:৫৪, ২৮ মে ২০২৫

কসবায় জমে উঠেছে পুরাতন মোটরসাইকেল হাট

ছবি- দৈনিক জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে কুটি চৌমুহনীতে প্রতি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরাতন মোটরসাইকেল বেচাকেনা হয়ে থাকে।

যুবকদের পছন্দের বাজাজ, ইয়ামাহা, হিরো, টিভি এস কোম্পানির কম দামে পুরাতন মোটরসাইকেল ক্রেতা ও বিক্রেতা এসে ভিড় জমায় এই হাটটিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ১৫ফেব্রুয়ারি শনিবার এই পুরাতন মোটরসাইকেল হাট উদ্বোধন করা হয়। পার্শ্ববর্তী জেলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগন্জ জেলা থেকে ভিড় জমিয়েছে ক্রেতা বিক্রেতারা।

হাটটিতে রয়েছে পালসার ডিসকভার আর ওয়ান ফাইভ জাড়া সহ বিভিন্ন কোম্পানির পুরাতন মোটরসাইকেল। শোরুমের কাগজ পত্র নাম্বার সহ কম দামে পছন্দের মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা এবং নিরাপত্তা থাকার কারনে এই পুরাতন মোটরসাইকেল হাটটিতে উপচে পড়া ভিড় লেগে থাকে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা।

হাটের পরিচালনা কমিটির সদস্য সোহান আজম জানান ২ শতাংশ কমিশনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এই প্রথম উদ্যোগে ঠিক ঠাক কাগজ পত্র ও নম্বর সহ কম দামে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করতে পারে তাই প্রতি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নিরাপত্তা দিয়ে আসছি।

সব মিলিয়ে হাটের নিরাপত্তা ঠিক থাকলে ক্রেতা বিক্রেতা আরো বাড়বে বলে মনে করছে হাটের আয়োজকরা।

নোভা

×