ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পৌরবাসীর ভোগান্তি লাঘবে ভারী যানবাহন রোধে প্রতিবন্ধকতা স্থাপন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:১১, ২৮ মে ২০২৫

পৌরবাসীর ভোগান্তি লাঘবে ভারী যানবাহন রোধে প্রতিবন্ধকতা স্থাপন

ছবি: জনকণ্ঠ

অবশেষে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে দিনের বেলা অবৈধ ছয় চাকার দৈত্যাকৃতির যান ট্রলি হামজা,  মালবাহী ট্রাকসহ ভারী যানবাহন দিনের বেলা প্রবেশ বন্ধ কার্যকর করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এসব ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো রবিউল ইসলাম নিজে উপস্থিত থেকে আন্ধার মানিক সেতুর সংযোগ সড়কের পাশে পৌরশহরের প্রবেশমুখি সড়কে এই প্রতিবন্ধকতা স্থাপন করেন।
তিনি জানান, শহরবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এই প্রতিবন্ধকতা স্থাপন করা হয়েছে। সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কোন ভারী যানবাহন শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।  তবে পুলিশ বিভাগ, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, খাদ্য বিভাগসহ জরুরি পরিসেবা সচল রাখতে এসব যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  এর ফলে শহরবাসী অসহনীয় যানজট থেকে রেহাই পেলেন। যানবাহন নিয়ন্ত্রণে এবং পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে এমন কাঙ্ক্ষিত পদক্ষেপ বাস্তবায়নের জন্য পৌরসভার নাগরিকরা স্বস্তি প্রকাশ করেন। তারা পৌর প্রশাসক রবিউল ইসলাম কে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক নাসির তালুকদার বলেন, আজকের উদ্যোগটি ছিল আমাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশিত দাবি। নাগরিক দূর্ভোগ লাঘব হবে। এটির বাস্তবায়নে স্বস্তি প্রকাশ করছি। আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এটি যথাযথ নিয়ন্ত্রণ করার বিষয় সচেষ্ট থাকতে হবে। 

সাব্বির

×