ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মানিকগঞ্জে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৪:১৬, ২৮ মে ২০২৫

মানিকগঞ্জে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ছবি: দৈনিক জনকন্ঠ।

মানিকগঞ্জে একটি বাড়ির মন্দিরে আগুন দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা এলাকার যুগল চন্দ্র দাসের বাড়ির মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৭ মে) দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক যুগল চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাত ২ টা থেকে ৪ টার মধ্যে কে বা কাহারা আগুন দেয়। এতে মন্দিরের বেশ ক্ষতি সাধন হয়েছে।

 

পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, মন্দির স্থলের বাড়ির মালিকের সাথে কথা বলেছি। যারা আগুন দিয়েছে আমরা খুব দ্রুতই তাদের আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।’ 

কিছুদিন আগেই এই এলাকার ভাস্কর মানবেন্দ্রের বাড়িতে আগুন দিয়ে পুরিয়ে দেয় দুর্বুত্বরা ।

মিরাজ খান

×