
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সবজনীন” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুল রহমান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্যকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ও প্রবীণ নাগরিকরা। বক্তারা স্বাস্থ্য সচেতনতা, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং সকল বয়সী মানুষের জন্য পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুল রহমান বলেন, “সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। শিশু থেকে শুরু করে প্রবীণ সকলের জন্য পুষ্টি নিশ্চিত করতে হলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।”
আলোচনা শেষে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুলে পুষ্টি বিষয়ক কর্মশালাও আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
রাজু