
ছাত্র জনতার অর্জন কে কোন ভাবেই নস্যাৎ হতে দেয়া যাবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের বোদায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বুধবার (৩০ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ই আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, "গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছে। বিগত সতের বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার ফিরিয়ে আনতে ছাত্র জনতা কে সঙ্গে নিয়ে ২৪শের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে বিএনপি। ছাত্র জনতার এই অর্জন কে ধারণ করে দেশ পরিচালনায় ৫ আগষ্ট দিবস হিসেবে উদযাপন খুবই গুরুত্বপূর্ণ।"
বোদা উপজেলা ও পৌর বিএনপির পৃথক আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।
এসময় উপজেলার ১০ টি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, পৌর ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
রাজু