
আলম আরা মিনু
বাংলাদেশের সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনু। তার কণ্ঠেই মূলত জনপ্রিয়তা পায় দেশের গান ‘যে জানা ছিল না মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’। রিয়াজ শাবনূর অভিনীত ‘মাটির ফুল’ সিনেমার ‘সোনা দানা দামি গহনা’ গানটিও তার কণ্ঠের তুমুল জনপ্রিয় একটি গান। এছাড়াও আরও বহু গান তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে। আলম আরা মিনু এখনো গানে নিয়মিত। সম্প্র কণ্ঠে ‘জানা ছিল না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে।
গানটি লিখেছেন শহীদ আলবেরুনি বিপুল, সুর করেছেন শিহাব শাহরিয়ার। গানে মিনুর সহশিল্পী এম আর সুইট। মিউজিক কম্পোজ করেছেন আতিকুর রহমান আতিক। আর এর ভিডিও নির্মাতা হিসেবে ছিলেন জয় রাফি। গান প্রসঙ্গে আলম আরা মিনু জানান, ‘এটি খুবই সুন্দর একটি ফোক রোমান্টিক ডুয়েট গান। গানটি আকাশ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
প্যানেল হু