
ছবি:সংগৃহীত
উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের দিনেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছে, যা দেশটির শাসক কিম জং উনের তীব্র ক্ষোভের কারণ হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার চোংজিন শহরের পূর্বাঞ্চলের একটি শিপইয়ার্ডে ৫ হাজার টন ওজনের নতুন ডেস্ট্রয়ার উদ্বোধনের সময় এর তলদেশের কিছু অংশ ভেঙে পড়ে, ফলে জাহাজটি ভারসাম্য হারায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন নিজে।
এই ঘটনা সম্পর্কে কিম জং উন বলেন, এটি ছিল ‘সম্পূর্ণ অসাবধানতা’ এবং ‘দায়িত্বজ্ঞানহীনতা’। তিনি জাহাজটির নকশা তৈরির সঙ্গে জড়িতদের দায়ী করেছেন এবং জুন মাসে অনুষ্ঠিতব্য দলের পূর্ণাঙ্গ সভার আগেই জাহাজটি মেরামতের নির্দেশ দিয়েছেন।
কিম জং উন আরও বলেন, "এক মুহূর্তেই আমাদের জাতির মর্যাদা ও গর্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি হুঁশিয়ার করে দেন যে, এই দায় এড়ানোর সুযোগ নেই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদিও এখনো জানা যায়নি, তাদের কী ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে।
উল্লেখযোগ্য যে, উত্তর কোরিয়ার মানবাধিকার রেকর্ড অত্যন্ত খারাপ। দেশটিতে ছোটখাটো কারণেও কারাদণ্ড দেয়া হয়, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দেখা বা দল ত্যাগের মতো ঘটনাও এর অন্তর্ভুক্ত।
এটি এমন এক সময়ে ঘটলো যখন মাত্র কয়েক সপ্তাহ আগেই দেশটি তাদের নতুন ৫ হাজার টনের যুদ্ধজাহাজ উন্মোচন করে, যা ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বলে দাবি করা হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে ছয় মাস আগে উত্তর কোরিয়ার একটি সামরিক উপগ্রহ মাঝ আকাশেই বিস্ফোরিত হয় এবং সেটিকে ‘মারাত্মক ব্যর্থতা’ হিসেবে ঘোষণা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সমালোচনা করা হয়েছিল।
আঁখি