
ছবি : সংগৃহীত
হামবুর্গ, জার্মানি – গত শুক্রবার জার্মানির হামবুর্গ শহরের কেন্দ্রীয় রেলস্টেশনে ছুরিকাঘাতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
হামবুর্গ পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং শনিবার তাকে আদালতে তোলা হবে।
হামবুর্গ ফায়ার সার্ভিসের তথ্যমতে, ছয়জন মারাত্মকভাবে এবং সাতজন তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী নিয়োজিত ছিল।
পুলিশের বরাতে সিএনএন জানায়, প্রাথমিকভাবে হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করা হচ্ছে না। তবে অভিযুক্ত মানসিক অসুস্থতায় ভুগছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “আসামি বেছে বেছে কাউকে টার্গেট করেননি, বরং এলোমেলোভাবে পথচারীদের ছুরিকাঘাত করেন, যার ফলে অনেকেই গুরুতর আহত হয়েছেন।”
“এই ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত প্রেক্ষাপট এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে এবং সময়মতো আরও তথ্য জানানো হবে,” বিবৃতিতে জানানো হয়।
ঘটনার পর, সিএনএনের সহযোগী গণমাধ্যম আরটিএল জার্মানির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ফরেনসিক বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করছেন এবং পুলিশ সদস্যরা রেলস্টেশনের ভেতরে জড়ো হচ্ছেন।
হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জার্মানির ফ্রিডরিখ মার্টস শহরের জরুরি সেবাদানকারী কর্মীদের ধন্যবাদ জানান এবং বলেন, “আমার সহানুভূতি আহতদের ও তাঁদের পরিবারের প্রতি।” ফেডারেল সরকারের মুখপাত্র স্টেফান করনেলিয়াস এ তথ্য জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ছুরি হামলার ঘটনা বাড়ছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে অভিবাসন-সংক্রান্ত উত্তেজনাও বাড়ছে।
সূত্র - https://edition.cnn.com/2025/05/23/europe/knife-attack-hamburg-central-station-latam-intl
সা/ই