ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্থতা: ট্রাম্পের কৃতিত্ব অস্বীকার করে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩০, ২৩ মে ২০২৫; আপডেট: ০৭:৩১, ২৩ মে ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্থতা: ট্রাম্পের কৃতিত্ব অস্বীকার করে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কোনো আন্তর্জাতিক মধ্যস্থতায় হয়নি, বরং এটি ছিল একান্তভাবে দ্বিপক্ষীয় একটি সমঝোতা। নেদারল্যান্ডসভিত্তিক সম্প্রচার সংস্থা এনওএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।

এস জয়শঙ্কর বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ উদ্বেগ প্রকাশ করেছিল ঠিকই, তবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে নয়াদিল্লি ও ইসলামাবাদের সরাসরি আলোচনার মাধ্যমে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ছিল যুক্তরাষ্ট্রেই। তারা ফোন করেছিল, উদ্বেগ জানিয়েছিল। কিন্তু আমরা সবাইকে বলে দিয়েছিলাম, যদি পাকিস্তান যুদ্ধ থামাতে চায়, তাদের জেনারেল আমাদের জেনারেলকে ফোন করে জানাতে হবে। সেটাই হয়েছে।’

অপারেশন ‘সিঁদুর’ এখনও সক্রিয়, তবে সামরিক সংঘর্ষ নয়

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত চালু করে অপারেশন সিঁদুর। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় বলে দাবি করে ভারত। ভারত আরও দাবি করে, এতে শতাধিক জঙ্গি নিহত হয়, যাদের অধিকাংশই জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের সদস্য।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘অপারেশন সিঁদুর চালু রেখেছি, কারণ ২২ এপ্রিলের ঘটনার মতো কিছু হলে আমরা চুপ থাকবো না। জঙ্গিদের যেখানে পাবো, সেখানেই আঘাত করবো, পাকিস্তানে হলেও। তবে এর মানে এই নয় যে এখন সামরিক সংঘর্ষ চলছে।’

তিনি জানান, পাকিস্তানের সেনাবাহিনীই প্রথম ১০ মে হটলাইন ব্যবস্থার মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ভারত তাতে সাড়া দেয়।

ট্রাম্পের মধ্যস্থতার দাবি ‘অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দিলেন জয়শঙ্কর

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও বহুবার দাবি করেছেন যে, তিনি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন এবং এই ‘হাজার বছরের দ্বন্দ্ব’ সমাধানে ভূমিকা রেখেছেন। এসব দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জয়শঙ্কর জানান, ‘এটা আমাদের এবং পাকিস্তানের মধ্যকার বিষয়। আমরা এটা দ্বিপাক্ষিকভাবেই সমাধান করতে চাই।’

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আলোচনার প্রশ্নই নেই

কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান কঠোরভাবে তুলে ধরে জয়শঙ্কর বলেন, ‘কাশ্মীর ভারতের অংশ। কোনো দেশ নিজের ভূখণ্ড নিয়ে আলোচনা করে না। কাশ্মীরের একটি অংশ ১৯৪৭-৪৮ সাল থেকে পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে। আমরা আলোচনায় বসতে পারি, যখন তারা বলবে সেই অংশ থেকে কখন সরে যাবে।’

তিনি আরও বলেন, ‘লাইন অব কন্ট্রোল (LoC) বা জম্মু-কাশ্মীরের প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো আলোচনা নয়। এ বিষয়ে যদি আলোচনাই হয়, তবে তা হবে পাকিস্তান সরকারের সঙ্গে, এবং সেটা আমাদের শর্তেই।’

সূত্র: এনডিটিভি

রাকিব

×