ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

চীনা কোম্পানির সঙ্গে অ্যাপলের চুক্তি, নজরদারিতে ওয়াশিংটন

প্রকাশিত: ১২:৪৪, ১৮ মে ২০২৫; আপডেট: ১২:৪৫, ১৮ মে ২০২৫

চীনা কোম্পানির সঙ্গে অ্যাপলের চুক্তি, নজরদারিতে ওয়াশিংটন

ছবি :সংগৃহীত

চীনে আইফোনে আলীবাবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা ঘিরে অ্যাপলের ওপর নজরদারি করছে হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসের কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আলীবাবা নিশ্চিত করে, তারা অ্যাপলের সঙ্গে অংশীদারিত্ব করেছে যাতে চীনের ব্যবহারকারীদের জন্য আইফোনে এআই পরিষেবা চালু করা যায়।

মার্কিন কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল যে এই চুক্তি একটি চীনা কোম্পানিকে তার কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা উন্নত করতে, সেন্সরশিপ সীমা সহ চীনা চ্যাটবটগুলির নাগাল প্রসারিত করতে এবং সেন্সরশিপ এবং ডেটা ভাগাভাগি সংক্রান্ত বেইজিং আইনের কাছে অ্যাপলের এক্সপোজারকে আরও গভীর করতে সাহায্য করবে। 
চীনের প্রতিযোগিতামূলক এআই বাজারে আলীবাবার জন্য এটি একটি বড় সাফল্য, যেখানে 'ডিপসিক'-এর মতো প্রতিষ্ঠানও স্বল্প খরচে শক্তিশালী মডেল তৈরি করে নজর কাড়ছে। 

সা/ই

×