ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

খামেনির বিস্ফোরক ভাষণে কাঁপলো মধ্যপ্রাচ্য!

প্রকাশিত: ১২:২৫, ১৮ মে ২০২৫

খামেনির বিস্ফোরক ভাষণে কাঁপলো মধ্যপ্রাচ্য!

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই তার এই সফরের প্রশংসা করলেও, তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ট্রাম্প যখনই শান্তির কথা বলেন, তখনই তিনি মিথ্যা বলেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ১০ টনের বোমা দিয়ে ইসরাইলকে গাজায় শিশুদের ওপর হামলার সুযোগ দিচ্ছে। এ সময় তিনি তেলআবিবকে “মধ্যপ্রাচ্যের মারাত্মক ক্যান্সার কোষ” হিসেবে উল্লেখ করেন।

 

 

খামেনির এই বক্তব্য আসে ঠিক একদিন পর, যখন ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দ্রুত সাড়া না দেয়, তাহলে এর ভয়াবহ পরিণতি হবে। খামেনি এ হুমকির জবাবে বলেন, “এ ধরনের মন্তব্য কোনো জবাবের যোগ্য নয়। এটি বক্তা এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্যই অপমানজনক।”

এদিকে তেহরানে নৌবাহিনীর এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, “একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন—এটি দ্বিমুখী আচরণ।” তিনি স্পষ্টভাবে জানান, ইরান যুদ্ধ চায় না, তবে হুমকির মুখে মাথানতও করবে না। শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার থেকে তারা একচুলও সরে আসবে না বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

 

পেজিশকিয়ান আরও অভিযোগ করেন, “তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে এবং আমাদের সন্ত্রাসী বলে। তারা আমাদের ধর্মীয় নেতাদের হত্যা করে অথচ বলে আমরা সন্ত্রাসী। অথচ বাস্তবে আমরাই সন্ত্রাসের শিকার।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে পরমাণু চুক্তির একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

আঁখি

×