
ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, ভারতের ভেতরে অতীতে সংঘটিত “সন্ত্রাসী” হামলার তদন্তে ভারত পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে চেয়েছিল। তবে সেই অভিজ্ঞতা সন্তোষজনক ছিল না বলেও তিনি উল্লেখ করেন এবং বলেন, এতে ভারতের আত্মবিশ্বাস নষ্ট হয়েছে।
বিক্রম মিশ্রি পাকিস্তানের দাবিকে "সম্পূর্ণ মিথ্যা" বলে উল্লেখ করে বলেন, ভারত ধর্মীয় স্থাপনায় ইচ্ছাকৃত হামলা চালিয়েছে—এই অভিযোগ ভিত্তিহীন। বরং তিনি পাল্টা অভিযোগ এনে বলেন, পাকিস্তানই পরিকল্পিতভাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শিখ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে বুধবার একটি গুরুদ্বারায় হামলা চালিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান ধর্মীয় স্থানগুলোকে ব্যবহার করছে উগ্রপন্থায় দীক্ষিত করা, মগজ ধোলাই ও তথাকথিত “সন্ত্রাসী” তৈরির প্রশিক্ষণের কাজে।
সূত্র: https://news.sky.com/story/india-pakistan-live-dozens-killed-as-india-launches-missile-strikes-on-pakistan-controlled-territory-13363087
আবীর