
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সুদানের সশস্ত্র বাহিনীর দায়ের করা মামলাটি বিচারাধীনতার অভাবে খারিজ করে দেওয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই রায়কে স্বাগত জানিয়েছে।
ইউএই জানিয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুসরণের প্রমাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে উত্থাপিত ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যানের মাধ্যমে ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি তাদের অবস্থান পুনঃনিশ্চিত করেছে।
আইসিজের রায়টি ইউএই-এর বিরুদ্ধে অভিযোগগুলোর ভিত্তিহীনতা তুলে ধরেছে এবং সুদানে চলমান মানবিক বিপর্যয় থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টাকেই সামনে এনেছে। রায়ে বলা হয়, প্রকৃত সংকটের মূলে পৌঁছে যারা সুদানি জনগণের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতন চালাচ্ছে, তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
ইউএই আবারও সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত অবসানের পক্ষে তাদের অবস্থান তুলে ধরে। দেশটি এমন একটি স্বাধীন বেসামরিক সরকার গঠনের পক্ষে সমর্থন জানায়, যা সুদানি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে, তাদের অধিকার রক্ষা করবে এবং প্রয়োজন মেটাবে। এই অবস্থান অঞ্চলজুড়ে স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার ইউএই-এর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
ইউএই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যেন তারা গৌণ ইস্যুতে বিভ্রান্ত না হয়ে সুদানে চলমান ভয়াবহ মানবিক সংকটেই মনোযোগ দেয়। দেশটি মানবিক সহায়তার পথে বাধা সৃষ্টি বন্ধ এবং তা ক্ষতিগ্রস্ত জনগণের কাছে অবাধভাবে পৌঁছাতে সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ উদ্যোগ কামনা করেছে যা বেসামরিক মানুষের দুঃখ লাঘব এবং বৈশ্বিক ত্রাণ প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির অংশ।
ইউএই আরও বলেছে, সুদানের সশস্ত্র বাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্স উভয়েরকেই তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। কেউই এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে নিজেদের বৈধতা দাবি করতে পারে না। নিরপরাধ জনগণের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর আস্থা ফিরিয়ে আনতে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।
এছাড়াও ইউএই আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যাতে ‘সার্বভৌমত্ব’ শব্দটি ব্যবহার করে না খেয়ে রাখার মতো মানবিক সহায়তা ব্যাহত করার অজুহাত গ্রহণযোগ্য না হয়। দেশটি জানিয়েছে, সুদানি জনগণের নিরাপত্তা ও সহায়তা পাওয়ার অধিকার রয়েছে এবং ত্রাণকর্মীদের কোনোভাবেই লক্ষ্যবস্তু বানানো যাবে না। এই অবস্থান মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইউএই-এর অটল সমর্থনের প্রতিফলন।
ইউএই জানিয়েছে, তারা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে। শান্তিপূর্ণ সমাধান, টেকসই উন্নয়ন ও মানবিক প্রচেষ্টাকে সহায়তা দেওয়ার মাধ্যমে সুদানি জনগণের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বের দায়িত্বশীল ও সক্রিয় অংশীদার হিসেবে তাদের ভূমিকাও বজায় রাখবে।
শহীদ