
ছবি: প্রতিকী
জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার আবহে নতুন করে সাইবার হুমকির মুখে পড়ল ভারত।
সম্প্রতি ‘Pakistan Cyber Force’ নামক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, তারা ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য হাতে পেয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং মনোহর পর্রীকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস-এর সংবেদনশীল তথ্য হ্যাক করার দাবি করেছে ওই সাইবার গোষ্ঠী। দাবি অনুযায়ী, এতে প্রতিরক্ষা কর্মীদের ব্যক্তিগত তথ্য, এমনকি লগইন তথ্যও ফাঁস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ পিএসইউ সংস্থা ‘Armoured Vehicle Nigam Limited’-এর ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটটির ডিফেস করার চেষ্টাও করা হয়েছে, যেখানে পাকিস্তানের পতাকা ও ‘আল খালিদ’ ট্যাংকের ছবি দেখা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সাইবার নিরাপত্তা সংস্থা ও কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলো এখন অনলাইন স্পেসে কড়া নজরদারি চালাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন কোনো আক্রমণ দ্রুত চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলা যায়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অবকাঠামো আরও শক্তিশালী করা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং অনলাইনে প্রবেশ ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার কাজ শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান-ঘনিষ্ঠ সাইবার অপরাধীদের সম্ভাব্য মদতের বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: https://www.timesnownews.com/india/x-account-pakistan-cyber-force-claims-access-to-sensitive-defence-data-security-agencies-monitoring-cyberspace-article-151568282
রবিউল হাসান