ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, তারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেয়: মার্কিন দূত বোহলার

প্রকাশিত: ১৯:১৫, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১৫, ২১ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, তারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেয়: মার্কিন দূত বোহলার

ছবি: সংগৃহীত

সম্প্রতি কাতারের দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, বরং তারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেয়। হামাসের প্রতিনিধিদের সঙ্গে একজন জীবিত মার্কিন সেনা ও চারটি মৃতদেহে হস্তান্তর বিষয়ে আলোচনায় তিনি একথা বলেন।

অ্যাডাম বোহলার আরও বলেন, হামাসের সাথে আলোচনায় বসতে ইসরায়েলের অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নেই।

তবে আলোচনায় হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, জীবিত মার্কিন সেনা ও মৃতদেহ হস্তান্তরের বিনিময়ে তারা মুক্তি চায় শত শত ফিলিস্তিনি বন্দির।

মার্কিন দূত অ্যাডাম বোহলারের মন্তব্য ইসরায়েলি প্রশাসনের মধ্যে ছড়িয়ে দিয়েছে হতাশা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মার্কিন দূতের বক্তব্য শুনে বিস্মিত হয়েছেন অনেক ইসরায়েলি কর্মকর্তা। কারণ দীর্ঘদিন ধরে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবেই দেখে আসছে।

হামাসের সঙ্গে এই আলোচনার ফলে গাজার যুদ্ধ পরিস্থিতিতে নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বিশ্বাস করেন, হামাস শেষ পর্যন্ত অস্ত্র ও রাজনৈতিক ক্ষমতা ত্যাগ করবে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে আসবে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=E69VrMqi8rg

রাকিব

×