প্যাকেটজাত দুধ চুরি
ভারতের বেঙ্গালুরুতে নতুন ধরনের অপরাধ দেখা যাচ্ছে, যা ঘিরে শহরজুড়ে তোলপাড় চলছে। গয়না বা টাকা নয়, শহরটিতে চুরি হয়ে যাচ্ছে প্যাকেটের পর প্যাকেট দুধ। শুধু তা-ই নয়, দোকান, সরবরাহকারীদের গুদাম এমনকি গ্রাহকদের বাড়ি থেকেও চুরি হচ্ছে দুধ।
সম্প্রতি এ বিষয়ে কয়েকটি অভিযোগ জমা পড়েছে থানায়। নতুন ধরনের এই চুরির ঘটনা প্রকাশ্যে আসায় হতবাক পুলিশও। তদন্তে জানা গেছে, এ ধরনের ঘটনা ঘটছে ভোরবেলায়। কখনো সরবরাহকারীদের গাড়ি থেকে চুরি হয়েছে দুধের প্যাকেট। কখনো দোকান থেকে, আবার কখনো গ্রাহকদের বাড়িতে সরবরাহের পর এমন ঘটনা ঘটছে।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার কোনানাকুন্টে মেট্রো স্টেশনের সামনে একটি দোকানে প্যাকেট দুধ সরবরাহ করা হয়েছিল। অভিযোগ, সরবরাহ করার কিছুক্ষণের মধ্যেই দোকানি দেখেন সব প্যাকেট উধাও। ইন্দিরানগরেও দুটি বাড়ির সামনে থেকে ভোরবেলায় দুধের প্যাকেট চুরি হয়ে যায়।
এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে পর পর প্যাকেটজাত দুধ চুরির ঘটনায় হুলস্থুল পড়ে গেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
স্থানীয়রা বলছেন, শহরে প্যাকেট দুধের দাম বেড়েছে। এজন্য কি চুরি বেড়েছে? রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
শহীদ