ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ভারতের প্রত্যন্ত গ্রামে গর্ভবতী হতে যান ইউরোপীয় মহিলারা

প্রকাশিত: ২০:০৪, ৪ ডিসেম্বর ২০২৪

ভারতের প্রত্যন্ত গ্রামে গর্ভবতী হতে যান ইউরোপীয় মহিলারা

ভারতে এমন একটি মফস্বল গ্রাম রয়েছে যেখানে এখনো সভ্যতার আলো পৌঁছায় নেই। কিন্তু ইউরোপিয়ান নারীরা সেখানে যায় সেখানকার পুরুষদের সাথে সহবাস করে গর্ভধারণ করতে।

ভারতের লাদাখে কার্গিল থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটির নাম হল আর্য উপত্যকা। আর্যদের মধ্যে ব্রাকাপা উপজাতির লোকেরা এখনও আছেন, আর তাদের চাহিদা তুঙ্গে।

এই কারণেই মহিলারা এখানে আসতে এবং গর্ভবতী হতে পছন্দ করেন।  গর্ভবতী হওয়ার জন্য মহিলাদের এখানে টাকা দিতে হয়। 

এখানকার লোকেরা নীল চোখের সাথে চেহারায় অন্যান্য লোকদের থেকে আলাদা এবং স্বাভাবিকের চেয়ে লম্বা। বলা হয়, ইউরোপ থেকে মহিলারা মা হওয়ার ইচ্ছা নিয়ে এই আর্য উপত্যকায় আসেন। এরপর গর্ভবতী হওয়ার পর তারা দেশে ফিরে যায়।

ইউরোপীয় মহিলাদের বিশ্বাস যে, এখানকার পুরুষদের সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে তারা গর্ভবতী হলে আলেকজান্ডার দ্য গ্রেট-র মতো সন্তান জন্ম দেবেন।

ফুয়াদ

×