ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বিমানবন্দর এলাকা থেকে তিন মাদককারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:০৮, ৩১ অক্টোবর ২০২৪

বিমানবন্দর এলাকা থেকে তিন মাদককারবারী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদককারবারীরা। 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স থেকে তিনজন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০০০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. ইলিয়াছ মিয়া (৩২), পিতা আজিজুর রহমান; জয়নাল আবেদীন (৪০), পিতা  আজিজুর রহমান এবং মাহমুদুল হক (৩৪), পিতা আলী আহমদ। তাদের বিরুদ্ধে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এম হাসান

×