ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

লন্ডনে বাংলা‌দেশ হাইক‌মিশন থে‌কে নামলো বঙ্গবন্ধুর ছ‌বি

প্রকাশিত: ১২:০৭, ১০ আগস্ট ২০২৪

লন্ডনে বাংলা‌দেশ হাইক‌মিশন থে‌কে নামলো বঙ্গবন্ধুর ছ‌বি

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানে হাইক‌মিশনার সাইদা মুনা তাসনিমের সঙ্গে অন্যান্যরা। ছবি: সংগৃহীত

লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশন থে‌কে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহম‌া‌নের ছ‌বি না‌মি‌য়ে‌ছেন বিএন‌পি-জামায়াত সম‌র্থকরা। সম্প্রতি এমনটাই অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়া এক ভি‌ডিওতে হাইক‌মিশনার সাইদা মুনা তাসনিমকে বক্তব‌্য রাখ‌তে দেখা যায়। বহুল আলো‌চিত এই বাংলাদেশি কূটনীতিক, যিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হি‌সে‌বে ২০১৮ সাল থে‌কে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

সাইদা মুনা তার মেয়াদে হাইকমিশনকে এক ধরনের পার্টি অফিসে পরিণত করেছিলেন বলে অভি‌যোগ র‌য়ে‌ছে ক‌মিউনি‌টি‌তে। তার অপকর্মের কারণে সম্প্রতি বঙ্গবন্ধুর ছবি তুলে নিয়ে যায় বিএনপি ও জামায়াত সমর্থকদের একটি দল।

এ ব্যাপারে ব‌্যারিস্টার না‌জির আহমদ তার প্রতি‌ক্রিয়ায় জানান, লন্ডন হাইকমিশন থেকে সাইদা মুনা তাসনিমকে অতিসত্বর প্রত্যাহার করা উচিত। তার মতো তৈলমর্দনকারী ও খয়ের খাঁ কোনও সুস্থ গণতান্ত্রিক দেশের জন্য ভালো নয়। তিনি কি না করেছেন, সেটা লন্ডনে নিজের চোখে দেখা! 

এসআর

×