ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চা পাতা তুললেন মমতা

প্রকাশিত: ২২:৩৮, ৮ ডিসেম্বর ২০২৩

চা পাতা তুললেন মমতা

চা শ্রমিকের সঙ্গে চা পাতা সংগ্রহ করছেন মমতা ব্যানার্জী

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দেখা গেল চা শ্রমিকের ভূমিকায়! কার্শিয়াংয়ে গিয়ে বৃহস্পতিবার তিনি একেবারে চা শ্রমিকের ভূমিকা পালন করলেন! মকাইবাড়ি চা বাগানে তাকে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। পরনে ঐতিহ্যবাহী সাদা-লাল পোশাক, পিঠে ঝুড়ি। বাগান শ্রমিকদের সঙ্গে মিশে তাদের থেকে শিখে নিলেন চা পাতা তোলা। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে পাতাও তুললেন মুখ্যমন্ত্রী। চা পাতা তুলতে তুলতে শ্রমিকরা যে গান করেন, তাও তারা শোনালেন মুখ্যমন্ত্রীকে। তিনিও তাদের সঙ্গে গলা মিলিয়ে খানিকটা গাইলেন। সব মিলিয়ে বৃহস্পতিবার দুপুরে মকাইবাড়ি চা বাগান সাক্ষী হয়ে রইল সম্পূর্ণ অন্য এক ছবির।

এদিন বেড়াতে বেরিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে যান মকাইবাড়ি টি এস্টেটে। এখানকার ম্যানেজারের বাংলোয় ছিলেন মমতা।

এরপর শ্রমিকরা তাকে চা বাগানের ঐতিহ্যের মতো পোশাকে সাজিয়ে দেন। পাতা তোলা শেখান। মুখ্যমন্ত্রীও পিঠে ঝুড়ি নিয়ে চা পাতা তোলেন। তাকে ঘিরে ছিলেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রী নিজে তাদের কাজ করছেন, তাতে অত্যন্ত আনন্দিত পাহাড়ি মেয়েরা। পরে তিনি চা শ্রমিকদের বস্ত্র বিতরণ করেন। -সংবাদ প্রতিদিন

 

×